লালবাগে দেহ ব্যবসার বিরুদ্ধে পুলিশ-প্রশাসনের সতর্কীকরণ অভিযান

টুম্পা রায়,মুর্শিদাবাদ: আদিকাল হতেই দেশের বিশেষ বিশেষ টুরিস্ট স্পটস গুলিতে গোপনে রম-রমিয়ে চলে আসছে দেহ ব্যবসার মতন সেই  জঘন্য নারকীয় অশ্লীল কাজ..আর নবাবের শহর মুর্শিদাবাদের গোটা লালবাগ জুড়ে দেহ ব্যবসার ঘটনাতো চোখে আঙ্গুল দিয়ে দেখিয়ে দেয়ার মতো এক দৃষ্টান্ত যে কিভাবে ইতিহাস সম্মৃদ্ধ একদা বাংলার  গৌরবময় স্থানে পুলিশ-প্রশাসন এর চোখে ধুলো দিয়ে চলছে এই অপকান্ড.বিভিন্ন ভাবে ছলে বলে এলাকার  টালির বাড়ি থেকে এ.সি হোটেল গুলিতেও প্রকাশ্যেই চলছে সেই আদিম দেহ কেনা- বেচার জঘন্য প্রথা ফলে ব্যাঙের ছাতার মতন গজিয়ে উঠছে গেস্ট হাউস  ও ঘর-ভাড়া  দেয়ার ব্যবসা.. 

তাই জেলার উচ্চপদস্থ কর্মরত পুলিশ কর্তাদের সচেতনতায় ও বিশেষ নির্দেশে আজ মুর্শিদাবাদ থানার IC আশীষ দেব ও  লালবাগ SDPO বরুণ বৈদ্য এক বিশাল বাহিনী নিয়ে ,M -J Block এর বিভিন্ন এলাকা পরিদর্শন করে  যেমন বওলিবগ ,নাগিনাবাগ,তোপখানা ,বরফখানা আর অনেক এলাকাতে ভাড়াটিয়াদের তথ্য সংগ্রহ এবং দূর-দূরান্তর থেকে আগত লোকের আইডেংটিফিকেশনও করেন.এদিন সকাল ১১ টা থেকে ৩ টে পযর্ন্ত চলে এই লোকাল এরিয়া পরিদর্শন..সাধারণ এলাকাবাসীর মধ্যে  যারা বাড়ি ভাড়া দেন তদেরকে প্রশাসন এর তরফ থেকে কড়া নির্দেশ দেয়া হয়  যে কউকে বাড়ি ভাড়া দিলে ভাড়াটিয়াদের সঠিক আইডেন্টিটি প্রুফ  থানায় জমা দিয়ে ভাড়া দিতে হবে এবং এলকার লোকজনকেও সতর্ক করা হয়েছে  যদি কোন নতুন ভাড়াটিয়া দেখতে পায় অথবা কোনো রখমে সন্দেহের  কিছু চোখে পড়লেই তা প্রশাসনের  নজরে আনতে একজন দায়িত্বশীল এলাকাবাসী হিসাবে.  .

Share on Google Plus Share on Whatsapp



0 comments:

Post a Comment