বীমা কোম্পানিকে জরিমানা করল হাইকোর্ট



Indiapost24 Desk-গ্রাহকদের প্রাপ্য টাকাতো দিতে হবেই। সেই সঙ্গে দেরি করার জন্য একটি বীমা কোম্পানিকে ৫০ হাজার টাকা জরিমানা করল হাইকোট। বৃহস্পতিবার এই রায় দিয়েছে বিচারপতি দীপঙ্কর দত্তের ডিভিশন বেঞ্চ। জানা গিয়েছে, ২০১৩ সালের ১২ ফেব্রুয়ারি একটি রাজনৈতিক জন সভায় যোগ দিতে যাচ্ছিলেন শ্রীনিবাস ঘোড়া(২৫) ও তার ভাই কৃত্তিরাম ঘোড়া(২৩)। পূব মেদীনিপুর জেলার নন্দকুমার থানা এলাকায় হলদিয়া-মেচেদা রোডে ট্রাকের চাকায় পিষ্ট হয়ে দু’ভাই মারা গিয়েছিলেন। দুই ভাই-এর নামে বীমা করা ছিল। এই দুই ভাই পেশায় কাঠ মিস্ত্রী। তাদের বাবা পরেশ ঘোড়া বীমা সংস্থার কাছে টাকা দাবি করে। কিন্তু বীমা সংস্থা দাবী মত টাকা না দেওযায় পরেশ ঘোড়া তমলুক ট্রাইবুনালে আবেদন করে। ২০১৩ সালের ৩১ জুলাই ওই ট্রাইবুনাল নিদেশ দিয়েছিল, দুই ভাই-এর নামে খতিপূরণ বাবদ ৪ লক্ষ ৫৩ হাজার টাকা করে দিতে হবে। সেই রায়কে চ্যালেঞ্জ করে বীমা সংস্থাটি কলকাতা হাইকোর্ট  আবেদন করে। তাদের বক্তব্য ছিল নিম্ন আদালতের করা হিসাব ঠিক নয়। তারা দু’জনেই ছিলেন কাঠমিস্ত্রী। মাসিক আয় ছিল সাড়ে তিন হাজারের কাছাকাছি। তাই এই পরিমান টাকা তাদের প্রাপ্য হতে পারে না। হাইকোট এর বিচার করুক। এই ডিভিশন বেঞ্চ সব শোনার পর নির্দেশ দেয়, নিম্ন আদালত যে রায় দিয়েছে তা সঠিক। তাদেরকে ৪ লক্ষ ৫৩ হাজার টাকা করেই ক্ষতিপূরণ হিসাবে দিতে হবে। সেই সঙ্গে দেরি করার জন্য তাদের পরিবারকে আরও ২৫ হাজার টাকা করে দিতে হবে।
Share on Google Plus Share on Whatsapp



0 comments:

Post a Comment