আপত্তিকর বিজ্ঞাপন করে আমি কোনো ভুল করিনি:বিপাশা

বলিউডে সালমান-বিপাশা এক সময়ের খুব ভালো বন্ধু। কিন্তু স্বামী করণ সিং গ্রোভারের সঙ্গে বিপাশার একটি বিজ্ঞাপন নিয়ে সম্প্রতি ঘোর আপত্তি তুলেছেন সালমান। গণমাধ্যম সূত্রের খবর, বিগ বস সিজন ১১-এর ঘরে করণ-বিপাশার একটি বিজ্ঞাপনের স্ট্যান্ডি রাখা ছিল। কিন্তু এতে আপত্তি জানান সালমান। এটি খুবই আপত্তিকর বলে মনে করেন এ অভিনেতা।সালমানের মতে, বিগ বস পারিবারিক অনুষ্ঠান। এর সব বয়সী দর্শক রয়েছে। তাই এ ধরনের বিজ্ঞাপন রাখা ঠিক নয়। পরবর্তীতে সালমানের পরামর্শকে গুরুত্ব দিয়ে বিজ্ঞাপনের স্ট্যান্ডি বিগ বস হাউস থেকে সরিয়ে নেয়া হয়।
যদিও এই বিজ্ঞাপনটি নিয়ে বিপাশা বসু বলেছিলেন, 'বিজ্ঞাপনটি সচেতনতা তৈরির জন্য নির্মিত। এটি সময়ের দাবি। আপত্তিকর বিজ্ঞাপন করে আমি কোনো ভুল করিনি।'তাই বলে আলোচনা কিন্তু থেমে থাকেনি। বিজ্ঞাপন নিয়ে সালমানের এই আপত্তি অযৌক্তিক বলেও জানিয়েছেন বিপাশা বসু।
Share on Google Plus Share on Whatsapp



0 comments:

Post a Comment