বিজেপিতে ভাঙ্গন ধরাতে সক্রিয় তৃণমুল নেতৃত্ব ...

NNS:ত্রিপুরায় কংগ্রেস থেকে আসা ৬ দলত্যাগী বিধায়ককে দলে টেনে বিজেপি ত্রিপুরায় যখন তৃণমুল কংগ্রেসকে অস্তিত্বের সংকটে ফেলেছে ,তার পরেই তৃণমুলের একমাত্র নির্বাচিত বিধায়ককে মনিপুরে বিজেপি নেতৃত্ব নিজের দিকে টেনে এনেছে |ত্রিপুরা ও মনিপুরে তৃণমুলের দলত্যাগের ঘটনার পিছনে গেরুয়া শিবিরে যোগদানকারী তৃণমুলের সেকেন্ড ইন কম্যান্ড মুকুল রায় কেই শিক্ষা দিতেই সক্রিয় তৃণমুল এর শীর্ষ নেতারা |মমতা বন্দ্যোপাধ্যায়ের সবুজ সংকেত পেয়ে তৃণমুলের ভেতরে থাকা বিজেপি ও আরএসএসের লোকজন নিচের তলায় বিজেপিকে ভাঙ্গন ধরাতে জেলায় জেলায় সক্রিয় হয়ে উঠেছেন |এরমাঝে পশ্চিমবঙ্গের বিজেপি দলের শীর্ষ নেতা রাহুল সিনহা ও তার কোনঠাসা সমর্থকদের তৃনমূলে সামিল করতে চেষ্টা শুরু করেছেন |এরমধ্যে তৃণমুলের এক নেতা রাহুল সিনহার সঙ্গে গোপন বৈঠকে মিলিত হন |দিলীপ ঘোষকে আর এসএসের সমর্থনে বিজেপি সভাপতি করার পর রাহুল সিনহা ও তার সমর্থকদের কোণঠাসা করে ফেলা হয়েছে |এমনকি উত্তর ২৪ পরগণার বিধাননগরের বিজেপি নেতা অশোক সরকারকে দল থেকে বহিস্কার করেছে দিলীপ ঘোষ |এরফাকে কেন্দ্ৰীয় নেতৃত্বের মদতে মুকুল রায়ের গেরুয়া যোগদানের ঘটনা ঘটেছে |
মুকুল রায় কেন্দ্ৰীয় নেতৃত্বের বদান্যতায় এখন বিজেপির 
জাতীয়  সম্পাদক |অন্যরাজ্য থেকে রাজ্যসভার সংসদ এমনকী কেন্দ্ৰীয় রাস্ট্রমন্ত্রী হতে চাইছেন |জানা গেছে মুকুল রায়ের প্রতি খুবই সদয় নরেন্দ্র মোদীর ঘনিষ্ঠ অর্থমন্ত্রী অরুণ জেটলি |এছাড়া অমিত শাহ ,কৈলাশ বিজয়বর্গীয়রা মুকুল রায়কে উঁচু পদে বসাতে চাইছেন |এই পরিস্থিতিতে রাহুল সিনহার শিবির সমগ্র পরিস্থিতি পর্যালোচনা করছেন |তাদের তৃণমুল কংগ্রেসে টেনে আনতে মমতা বন্দ্যোপাধ্যায়ের সবুজ সংকেতে দলের অভ্যন্তরে তৎপরতা শুরু হওয়ায় চিন্তায় পড়েছেন রাজ্য বিজেপি ও আরএসএসের নেতারা এমনটাই সুত্রে খবর |
Share on Google Plus Share on Whatsapp



0 comments:

Post a Comment