২০২৫ সালের মধ্যে বন্ধ হবে কী শিশুশ্রম?

NNS:আন্তর্জাতিক শ্রমসংস্থা আইএল ও আগামী ২০২৫ সালের মধ্যে বিশ্ব থেকে শিশুশ্রম ব্যবস্থা নির্মূল করার লক্ষমাত্রা গ্রহণ করেছেন |বিশ্বের বড়ো ২৮ টি প্রতিষ্ঠানের অর্দ্ধেকেরই নিকেল জাতীয় ধাতু উত্তোলনে শিশুদের ব্যবহার করা হোয়েছে যা ঝুঁকিপূর্ণ |সূত্রের খবর বিশ্বের প্রতি ১০ জন শিশুর ১ জন শিশু শ্রমের শিকার |তবে ১৯৯০ সালের পর শিশু শ্রমিকের সংখ্যা বিশ্বজুড়েই ১০ কোটি কমে গেছে বলে আইএল দাবি করেছে |শিশুশ্রম কমে যাওয়ায় সম্প্রতি অনেকে দাঁড়িয়ে গেছে |আন্তর্জাতিক শ্রমিক সংস্থা কোন শিশু শ্রমিক চান না ,কোন আধুনিক দাসত্ব চাননা |সম্প্রতি আইএলও পরিসংখ্যানে দেখা গেছে বিশ্বের ১৫ কোটি ২০ লাখশিশু শ্রম রয়েছে ,যাদের আড়াইকোটি শিশুই জোরপূর্বক শ্রমের শিকার |আইএল ও ২০২৫ সালের মধ্যে বন্ধ করার প্রস্তাব গ্রহণ করা হয়েছে |এর আগে আমনেস্টি ইন্টারন্যাশনাল জানিয়ে ছিল বিশ্বের ২৮টি কোম্পানির অর্ধেক সংখ্যক ই শিশুদের নিকেল উত্তোলনে ব্যবহার করে |ব্যাটারিতে ব্যবহার করা এই ধাতুর কঙ্গোতে কিভাবে শিশুরা ঝুঁকিপুর্ণ শ্রমের শিকার হয় সেটি তুলে ধরে |আমনেস্টি ইন্টারন্যাশনাল এর প্রতিবেদনে জানা যায় মাইক্রোসফট ,রেনাল্ড ও চীনের হুইয়াওয়ের প্রদেশে শিশুশ্রম উপস্থিত |
এমনেস্টি জানায় ৭ বছরের শিশু এখন জোরপুর্বক শ্রমের শিকার নিকেল উত্তোলনের কারণে ভয়াবহ স্বাস্থ্য ঝুঁকিতে রয়েছে তারা |স্মার্ট ফোন ,গাড়ির ব্যাটারি ,নবায়ন যোগ্য বিদ্যুতের চাহিদার কারনে নিকেল উত্তোলন করে থাকে তারা | এমনেস্টি জানায় মানবাধিকার প্রতিষ্ঠায় যথাযথ পদক্ষেপ নেয়নি ২৯ কোম্পানির কোনটি |বি এম ডব্লু উন্নতি করলেও বাকী বিশালবহু গাড়ি নির্মাণ প্রতিষ্ঠানগুলি শিশুশ্রম বন্ধে কঠোর পদক্ষেপ নেয়নি |ত্রুটি রোয়েছে ভলকস ওয়াগন ও ড্যামলারের মত প্রতিষ্ঠানে |জার্মান প্রতিষ্ঠানগুলি নিকেল সাপ্লাই চেনে নিজেদের নিয়ন্ত্রণ বাড়লেও এখন সেটা পৰ্যাপ্ত নয় .আপেল ,স্যামসাঙ ,সোনির বিরুদ্ধেও এমন অভিযোগ তুলেছে এমনেস্টি ইন্টারন্যাশনাল |


Share on Google Plus Share on Whatsapp



0 comments:

Post a Comment