প্রথমবার দেশে ক্যান্সার বীমা নিয়ে এলো এল আই সি .....

NNS:ক্যান্সারের চিকিৎসায় বীমার উদ্যোগ নিল জীবন বিমা কর্পোরেশন |ক্যান্সারের চিকিৎসায় ৫০ লক্ষ টাকা পর্যন্ত বিমা চালু করল জীবন বিমা কর্পোরেশন |২০ -৬৫ বছর বয়সী যে কেউ এই বিমা করতে পারেন |বিমা ধারকরা ক্যান্সার এ আক্ৰান্ত হলে চিকিৎসার খরচ হিসেবে ১০ লক্ষ টাকা পাবেনই |সর্বোচ্চ পেতে পারেন ৫০ লক্ষ টাকা |সেক্ষেত্রে প্রথম ৫ বছরে ন্যূনতম প্রাপ্যের ১০ % টাকা ফেরত দেবে জীবন বিমা কর্পরেশন |এর অর্থ হল ৫০ লক্ষ টাকা জীবন বিমা করলে ৫ বছরে ৫ লক্ষ টাকা ফেরত পাবে বিমা ধারকরা |ক্যান্সারে এর চিকিৎসায় বিমার সিদ্ধান্ত জীবন বিমা কর্পোরেশনের এক যুগান্তকারী সিদ্ধান্ত বলে মনে করছেন পর্যবেক্ষক মহল |
Share on Google Plus Share on Whatsapp



0 comments:

Post a Comment