হতাশ সোমেন মিত্র সক্রিয় রাজনীতি ছাড়ছেন .......

Indiapost24 Desk:পশ্চিমবঙ্গের প্রদেশ কংগ্রেস প্ৰাক্তন সভাপতি তথা কংগ্রেস দলের প্রবীন নেতা শারীরিক সমস্যা ও রাজ্য রাজনীতির বর্তমান পরিস্থিতি এর সঙ্গে মানিয়ে নিতে না পেরে সক্রিয় রাজনীতি থেকে সরে দাঁড়াবার চিন্তাভাবনা শুরু করেছেন |তৃনমূল কংগ্রেস থেকে পদত্যাগ করে কংগ্রেসে ফেরার পর ও উপযুক্ত রাজনৈতিক সন্মান না পাওয়ায় পশ্চিমবঙ্গের প্রদেশ কংগ্রেস সভাপতি অধীর চৌধুরীর সঙ্গে তার রাজনৈতিক দূরত্ব বেড়ে গেছে |রাজনৈতিক মহল মনে করছে ২০১৪ সালে লোকসভা নির্বাচনে উত্তর কলকাতার কেন্দ্রে চতুর্থ স্থান পেয়ে তিনি জামানত হারান |২০১৬ সালে রাজ্য বিধানসভা নির্বাচনে চৌরঙ্গী বিধানসভা কেন্দ্রে কংগ্রেস বাম জোটের প্রার্থী হয়েও তৃনমূল কংগ্রেস প্রার্থী নয়না বন্দ্যোপাধ্যায়ের কাছে ১০,০০০ বেশি ভোটে পরাস্ত হন |দুদুবার নির্বাচনে পরাজয় ও প্রদেশ কংগ্রেস উপযুক্ত সন্মান না পাওয়ায় হতাশ সোমেন মিত্র কংগ্রেসের প্ৰাথমিক সদস্য থাকলেও সক্রিয় রাজনীতি থেকে সরে দাঁড়াবার চিন্তাভাবনা করছেন বলে ঘনিষ্ট সূত্রে জানা গেছে |
Share on Google Plus Share on Whatsapp



0 comments:

Post a Comment