প্রয়াত বাবা কৃষ্ণারাজ রাইয়ের স্মরণে একশো' গরিব দুস্থ শিশুর অপারেশন করানোর সমস্ত টাকা দেবেন বলি ডিভা ঐশ্বরিয়া রাই বচ্চন। ক্যানসারে আক্রান্ত হয়ে গত ১৭ মার্চ মুম্বাইয়ের লীলাবতী হাসপাতালে মারা যান ঐশ্বরিয়ার বাবা কৃষ্ণারাজ রাই..অপারেশনের আওতাভূক্ত হবে সেই সব শিশু যাদের ঠোঁট বিকৃত, ঠোঁট কাঁটা বা ফাটা। সূত্রের খবর অনুযায়ী , ‘স্মাইল ট্রেন ইন্ডিয়া’ নামের একটি স্বেচ্ছাসেবী সংগঠনের মাধ্যমে এই কাজটি করবেন ঐশ্বরিয়া।বচ্চন পরিবারের পুত্রবধূ আজ তার মা ও মেয়েকে সঙ্গে নিয়ে মুম্বাইয়ের শহরতলির এক হাসপাতালে যাবেন। সেখানে ক্লেফ্ট লিপ বা ফাটা ঠোঁটে আক্রান্ত শিশুদের সঙ্গে দেখা করবেন। তাদের জীবন যুদ্ধে হেরে না গিয়ে বরং স্বপ্ন সফল করার জন্যে এগিয়ে যেতে উদ্বুদ্ধ করবেন।
Subscribe to:
Post Comments
(
Atom
)
0 comments:
Post a Comment