উত্তরপূর্বে সোনা পাচারের নতুন উদ্বেগ

Indiapost24 Desk:ভারতের জাল নোট পাচারের অন্যতম রুট হল বাংলাদেশ ও নেপাল সংলগ্ন উত্তরবঙ্গ |শিলিগুড়িতে এক সময় জালনোট চক্র রুট হিসাবে ব্যাবহারে উদ্বেগ নেয় |বাংলাদেশ ও নেপাল সীমান্ত দিয়ে পাক গুপ্তচর চক্র আই এস আই জাল নোট পাচার অব্যাহত রেখেছে বলেই মনে করছে পর্যবেক্ষক মহল |এদিকে জাল নোট পাচারের পাশে সোনা পাচারের নতুন রুট হোয়েছে ভুটান |বিমানে ব্যাংকক থেকে সরাসরি অথবা সড়কপথে মায়ানমারে কিংবা বাংলাদেশের পথ ছেড়ে সোনা চোরাচালানকারীরা উত্তরবঙ্গে পৌঁছনোর নয়া রুট বেছেছে তিব্বত ও ভুটান হয়ে |শিলিগুঁড়িতে বেশ কিছুদিন আগে বমাল দুজন ধরা পড়ার পর ওই পথের হদিস পেয়েছেন শুল্ক গোয়েন্দা দপ্তরের আধিকারিকরা |কেননা ,নতুন এই পথটিতে তেমন নজরদারি নেই |ধৃতদের কাছ থেকে দেড়কোটি টাকার ও বেশি সোনা আটক করা হয়েছে |যেদুজন গ্রেপ্তার হোয়েছে তাদের একজন শিলিগুঁড়ি অন্যজন মহারাষ্ট্রের বাসিন্দা |তিব্বত ,ভুটান হোয়ে ওই যুবক শিলিগুঁড়িতে ৯ কেজি সোনা নিয়ে এসেছিলো |শিলিগুঁড়িতে নিদিষ্ট ব্যাক্তির কাছে সোনা পৌঁছে দিতে যাওয়ার সময় রবিবার তাদের ধরে ফেলে শুল্ক গোয়েন্দা দপ্তর |গতবছরে ধনতেরাসের আগে বাংলাদেশ থেকে সোনা পাচারের সময় বিএসএফ ধরে ফেলেছিলো |গতবছরের জুনে বাগডোগরা বিমানবন্দরে ধরা পরে প্রচুর সোনা |আটক দুজনের মধ্যে রূপম ঘোষ শিলিগুড়ির হাকিমপাড়া অন্যজন বিজয় ভগত মহারাষ্ট্রের খানপুর এলাকার বাসিন্দা |এ ধরণের পাচার মোকাবিলার কাজ করে শুল্ক রাজ্য গোয়েন্দা দপ্তর ,বিএসএফ ,এসএসবির মত আধা সামরিক বাহিনীগুলো |এই পথের বেশিরভাগ সড়ক ব্যাংকক থেকে বিমানে তিব্বতের লাসায় সোনা নিয়ে আসার পর সেখানথেকে সড়কপথেই নিয়ে যাওয়া হয় ভুটানে |আবার ভুটান থেকে সেই সোনা পৌঁছে যায় উত্তরবঙ্গের নানা স্থানে |গন্তব্য হিসেবে শিলিগুঁড়ি ছাড়া চোরাকারবারিদের দ্বিতীয় পছন্দ ভুটান লাগোয়া ডুয়ার্সের বাণিজ্য শহর জয়গাঁ |
Share on Google Plus Share on Whatsapp



0 comments:

Post a Comment