বাম শিবিরে ফিরতে চায় না সমাজবাদী পার্টি

Indiapost24 Desk:সর্বভারতীয় ভিত্তিতে বিজেপির বিরুদ্ধে কংগ্রেস সহ ধর্ম নিরপেক্ষ ও গণতান্ত্রিক দলের রাজনৈতিক বোঝাপড়া চাইলেও সমাজবাদী পার্টি পশ্চিমবঙ্গে বাম শিবিরে এর সঙ্গে ঐক্যবদ্ধ হতে আগ্রহী নন |পশ্চিমবঙ্গ শাখার সুপ্রিমো তথা রাজ্যসভার সাংসদ কিরণময় নন্দ দীর্ঘদীন ধরেই বাম শিবিরে এর সঙ্গে কোন রাজনৈতিক সম্পর্ক রাখেন না |তার আগ্রহ শাষক দল ও সুপ্রিমো মমতা বন্দ্যোপাধ্যায়ের সঙ্গে |পশ্চিমবঙ্গে আগামী লোকসভা নির্বাচনে কংগ্রেস ও তৃণমুলের আঁতাত এর সম্ভাবনা জোরদার হওয়ায় কিরণময় নন্দ বামেদের বাইপাস করে তৃণমুল কংগ্রেসের সঙ্গে ঐক্য করতে আগ্রহী |
তবে পশ্চিমবঙ্গে আগামী পঞ্চায়েত ও লোকসভা নির্বাচনে সমাজবাদী পার্টি কেই কতটা গুরুত্ব দেওয়া হবে তা নিয়ে নিশ্চিত নন রাজনৈতিক মহল |কিছু দলত্যাগী ও সুবিধা বাদী মানুষের সংমিশ্রনে রাজ্যে সমাজবাদী পার্টীর সাইন বোর্ড সর্বস্ব রাজনীতি চলছে বলেই অভিযোগ উঠেছে রাজনৈতিক মহলে |সিপিএম ও এই রাজ্যে সমাজবাদী পার্টি কেই টানতে আগ্রহী নন |যেভাবে বামপন্থীদের দুঃসময় কিরণময় নন্দ তৃণমুলের সঙ্গে হাত মিলিয়েছিলেন বলে তা ভোলেননি সিপিএমএর শীর্ষ নেতারা |তাছাড়া রাজ্যে সমাজবাদি পার্টির কোন গণ সমর্থন আছে বলে মনে করেন না বাম শিবির |মমতা বন্দ্যোপাধ্যায়কে নানা ভাবে জোটের আগ্রহ প্রকাশ করলেও কিরণময় নন্দ এখনও তার কাছ থেকে কোন প্রতিশ্রুতি পাননি বলে মনে করছে রাজনৈতিক মহল |
Share on Google Plus Share on Whatsapp



0 comments:

Post a Comment