খাদিম কর্তা অপহণকাণ্ডে অভিযুক্তদের যাবজ্জীবন কারাদণ্ড

Indiapost24 Desk: খাদিম কতা অপহরণ কাণ্ডে জড়িত বাকি ৮ জনকেও যাবজ্জীবন কারাদণ্ডের নির্দেশ দিল আলিপুর আদালত। সোমবার এই নিদেশ দিয়েছে আলিপুর আদালতের দিতীয় অতিরিক্ত জেলা ও দায়রা বিচারক অরুণকিরণ বন্দ্যোপাধ্যায়।ধৃতদের বিরুদ্ধে অপহরণ ও অপরাধ মূলক ষড়যন্ত্রের অভি্যোগ আনা হয়েছে। এই কারদণ্ডের পাশাপাশি এদের প্রত্যেকের বিরুদ্ধে ৩লক্ষ টাকা জরিমানা ও ধার্য করা হয়েছে। অনাদায়ে আরও দু’বছর কারাদণ্ডের নির্দেশ  দেওয়া হয়েছে। ২০০৫ সাল থেকে শুরু হওয়া এই মামলা চলেছে দুটি ভাগে। প্রথম ভাগের  বিচার পর্ব শেষ হয় ২০০৯ সালে এবং পাঁচ জন অভিযুক্তের যাবজ্জীবন কারাদণ্ড হয়েছিল।যদিও সেখানেই থেমে থাকেনি তদন্তপ্রক্রিয়া।দেশের বিভিন্ন প্রান্তে হানা দিয়ে এই কাণ্ডের সঙ্গে যুক্ত বাকি ৮ জনকেও ধরতে সক্ষম হয়  সিআইডির অফিসাররা । শুরু হয় আবার  মামলা দায়ের । এই মামলা একটা সময় চলে গিয়েছিল দেশের সর্বোচ্চ আদালত সুপ্রিম কোর্টেও । সুপ্রিম কোর্ট  এই মামলার দ্রুত নিষ্পত্তির নির্দেশ দেয় পাশাপাশি  বিশেষ আদালত গঠণেরও নির্দেশ দেয়  । আর এই ভাবে গত ৮ তারিখ ৮জনকে দোষী  সাবস্ত করে এই বিশেষ আদালত। ও আজ তাদের চূড়ান্ত সাজা ঘোষণা করা হয়।

Share on Google Plus Share on Whatsapp



0 comments:

Post a Comment