এবার রিজার্ভ ব্যাঙ্কের কড়া পদক্ষেপ জারি

Indiapost24 Desk:মোদি সরকার এবার রাষ্ট্রায়ত্ত রুগ্ন ব্যাংকগুলি থেকে নিজেদের দায় ঝেড়ে ফেলার ব্যাবস্থা গ্রহণে উদ্যোগী হয়েছেন |কেন্দ্ৰীয় অর্থমন্ত্রকের পরামর্শমতো রিজার্ভ ব্যাঙ্ক ৩টি রাষ্টায়ত্ত ব্যাঙ্কের ওপর করা নজরদাররির পাশে করা ব্যাবস্থা গ্রহনের সিদ্ধান্ত নিয়েছে |এলাহাবাদ ব্যাঙ্ক ,ইউনিটেড ব্যাঙ্ক অফ ইন্ডিয়া ও ব্যাঙ্ক অফ ইন্ডিয়ার আধিকারিকদের বার্তা দিয়ে রিজার্ভ ব্যাঙ্ক জানিয়ে দিয়েছে এখন থেকে ৩টি ব্যাঙ্ক নতুন কোন ব্রাঞ্চ তৈরি করতে পারবে না |
এই ব্যাঙ্ক গুলিতে নতুন কোন নিয়োগ করা থেকে আধিকারিকদের বিরত থাকতে হবে |রিজার্ভ ব্যাঙ্ক আরও জানায় নতুন করে এই ৩টি ব্যাঙ্ক কোন স্তরেই নতুন করে ঋণ দিতে পারবে না |রিজার্ভ ব্যাঙ্কের নির্দেশে জল্পনা শুরু হয়েছে এবার কি ফিক্সড ডিপোজিট প্রত্যাহারের ক্ষেত্রে কোন করা ব্যাবস্থা নেয়া হবে ?ব্যাংকে প্রয়োজনে গ্রাহকদের ফিক্সড ডিপোজিটের টাকা কি এই তিন ব্যাঙ্ক আটকে রাখার নীতি নেবে ?
আজ রিজার্ভ ব্যাঙ্কের কড়া বার্তার পর তীব্র প্রতিক্রিয়া তৈরি হয়েছে ইউনাইটেড ব্যাঙ্ক,এলাহাবাদ ব্যাঙ্ক ,ব্যাঙ্ক অফ ইন্ডিয়ার সাধারণ গ্রাহকদের মধ্যে |যদিও তিন ব্যাঙ্ক কর্তারাই গ্রাহক নিরাপত্তার ব্যাপারে আগেকার নির্ভরতার প্রতিশ্রুতিকেই ঢাল হিসেবে ব্যাবহার করতে চাইছেন বলে মনে করছে পর্যবেক্ষক মহল | 
Share on Google Plus Share on Whatsapp



0 comments:

Post a Comment