সর্ব সমীক্ষায় এগিয়ে বিজেপিই .....

NNS:১৮ ডিসেম্বর গুজরাট ও হিমাচল প্রদেশে ভোটগণনা ও ফলাফল প্রকাশের আগেই গেরুয়া শিবির বিজয় উৎসবের প্রস্তুতী শুরু করেছে |গতকাল গুজরাটে দ্বিতীয় ও শেষ দফার ভোটপর্ব মিটতেই দেশের বিভিন্ন সংবাদমাধ্যমের বুথ ফেরত সমীক্ষা অনুযায়ী ক্ষমতাসীন বিজেপি দল গুজরাট নির্বাচনে আসন জয়ের দৌড়ে কংগ্রেস ও অন্যান্য দলগুলোর চেয়ে এগিয়ে আছে বলে জানা গেছে |এবিপি নিউজের বুথ ফেরত সমীক্ষা অনুযায়ী ,গুজরাটে বিজেপি ১১৭ টি আসনে জয়লাভ করবে |৬৪ আসন কংগ্রেসের দখলে থাকবে |অন্যরা পাবে ৮ টি আসন |টাইমস নাও ভিএমআর বুথ ফেরত সমীক্ষায় প্রকাশ বিজেপি ৯৯ থেকে ১১৩ টি আসনে জয়লাভ করবে |কংগ্রেস পাবে ৬৮-৮২ টি আসন ,অন্যদল পাবে ১-৪ টি আসন |সি ভোটারের বুথ ফেরত সমীক্ষা প্রকাশ বিজেপি ১০৮ টি ,কংগ্রেস পাবে ৭৪ টি আসন |সাহারা সময় বুথ ফেরত সমীক্ষা এর গুজরাটে বিজেপি পাবে ১১২ টি আসন ,কংগ্রেস ৬৮ আসন অন্যদল ২ টি আসনে জয়লাভ করবে |রিপাবলিক জোন বাত সমীক্ষায় গুজরাটে কংগ্রেস পাবে ৭৪ টি আসন |আজতক আসিক্সস এর বুথ ফেরত সমীক্ষা অনুযায়ী হিমাচলে বিজেপি পাবে ৪৭-৫৫ টি আসন ,১৩-২০ টি কংগ্রেস ,অন্যদল পাবে ০-২ টি আসন |সি ভোটার টাইমস অফ ইন্ডিয়া বুথ ফেরত সমীক্ষা এর প্রকাশ হিমাচলে বিজেপি পাবে ৪১ ,কংগ্রেস ২৫ অন্যদল ২টি আসন |ইন্ডিয়া টুডে বুথ ফেরত সমীক্ষা অনুযায়ী হিমাচল প্রদেশে বিজেপি ৪৭ -৫৫ টি আসন ,কংগ্রেস ১৩-২০ ,অন্যদল পাবে ০-২ টি আসন |
কংগ্রেসের শীর্ষ নেতৃত্ব এখনও বিশ্বাস করছেন যে গুজরাটে তারা ভালো ফল করবেন এমনকী ক্ষমতাতেও যেতে পারেন |তবে হিমাচলে কংগ্রেস যে হারছে সে বিষয়ে একমত শীর্ষ নেতারা |আনন্দ শর্মা এই নিয়ে সনিয়া গান্ধী এবং রাহুল গান্ধীকে জানিয়েছেন |কিন্তু গুজরাট কংগ্রেস হারছে এমনটা সে মানছে না |এর কারণ একাধিক স্হানীয় গণমাধ্যম ও চ্যানেলগুলি বিজেপির পরাজয় ও কংগ্রেসের জয়ের ইংগিত দিচ্ছে |আশ্চর্যজনকভাবে গুজরাটে সাত্ত্বা বাজার বিজেপির চেয়ে কংগ্রেসকেই এগিয়ে রেখেছে |আগামীকাল রাহুল গান্ধী ২৪ আকবর রোড এ কংগ্রেসের সদর দপ্তর নতুন জাতীয় কংগ্রেস সভাপতি হিসেবে তার দায়িত্বভার বুঝে নেবেন |আজই কংগ্রেস সভাপতি সনিয়া গান্ধী বুঝিয়ে দিয়েছেন যে ,তিঁনি কংগ্রেস নেতৃত্ব থেকে অবসর নিচ্ছেন |জানা গেছে কংগ্রেস নেতৃত্বে ইউ পি ও জোটের চাইরপার্সন সনিয়া গান্ধীকে রাজি করানোর চেষ্টা হলেও তিঁনি সম্মতি দেননি |কংগ্রেসের শীর্ষ নেতৃত্ব গুজরাট থেকে পাওয়া দলীয় রিপোর্ট নিয়ে আলোচনা চালাচ্ছেন ..
Share on Google Plus Share on Whatsapp



0 comments:

Post a Comment