মুর্শিদাবাদে হাজীদের অভ্যর্থনা ও সংখ্যালঘু উন্নয়ন বিষয়ক সভা

আবু সেলিম আহমেদ :অল ইন্ডিয়া হাজী ফাউন্ডেশ্নএর উদ্দোগে মুর্শিদাবাদ জেলার বহরমপুর রবীন্দ্র সদন পেক্ষাগৃহে জেলার হাজী সাহেবদের সম্বর্ধনা এবং সংখ্যালঘু উন্নয়ন বিষয়ক অনুষ্ঠিত হয় এক আলোচনা সভা,উপস্থিত ছিলেন ক্কারী মৌলানা ফজলুর রহমান (ঈমাম ঈদ নামাজ রেডরোড কলকাতা),জনাব মোক্তার আলী উক্ত সংগঠনের চেয়ারম্যান, ছিলেন রাজ্যের প্রক্তন মন্ত্রী ও মুর্শিদাবাদ জেলা তৃণমূল কংগ্রেস সভাপতি বিধায়ক সুব্রত সাহা,মো:আলী প্রমুখ ব্যক্তিত্ব।প্রত্যেক হাজী কে উপহার দিয়ে সম্মান জানানো হয়।এই ভাবে উপস্থিত বিশিষ্টজনেরা তাদের বক্তব্যের  মধ্যে দিয়ে সাম্প্রদায়িক সম্প্রতি রক্ষার  সাথে সাথে প্ররোরচনায় পা না দিয়ে জাতি ধর্ম বর্ণ নির্বিশেষে ঐক্যবদ্ধ ভাবে থেকে বিভেদকামি শক্তিকে সুযোগ না দিতে আহ্বান জানান।প্রধান বক্তা ক্কারী ফজলুর সাহেব জানান সংখ্যালঘুদের শিক্ষা লাভ করাই সব সমস্যার সমাধান যদিও মুর্শিদাবাদ অনেক এগিয়েছে তবে এখনও অনেক পথ বাকি আর উনি আরো বলেন  মাননীয়া মুখমন্ত্রীকে এই জেলায় বিশ্ববিদ্যালয় স্হাপনের জন্য অবশ্যই অনুরোধ করবেন । 

উপস্থিত কম বেশি ১০০০ জন মানুষের  নিমিষেই  মন জয় করেন জেলা সভাপতি সুব্রত সাহা এই সভাকে "পবিত্র-সভা" বলে আখ্যায়িত করে যখন উনি বলেন "উপস্হিত পবিত্র হাজীদের মাধ্যমে প্রত্যন্ত এলাকার সাথে সংযোগ স্হাপন করে আমি অভিভূত ও আপনাদের পাশে সর্ব সময় থাকার শক্তি যেন মহান আল্লাহ আমাকে দেন,আর এই ভাবে মা মাটি মানুষের সরকারের প্রতিটি জনহিতকর প্রকল্প নিয়ে গোটা মুর্শিদাবাদ জুড়ে যেন বাড়ি বাড়ি উন্নয়নের বার্তা পৌছে দিতে পারি "।জনাব মোক্তার আলী বলেন"আমি সবসময় আপনাদের পাশে আছি,হজ্জের সময় বিভিন্ন কাজের সাথে সাথে আর বছরের বাকী সময় শিক্ষা,স্বাস্থা সহ সমস্ত সামাজিক জনকল্যাণমূলক কাজের সহযোগিতায় প্রতিজ্ঞাবদ্ধ".. অনুষ্ঠানটি উপস্থাপনা করেন আবু সেলিম আহমেদ ও সভাপতিত্ব করেন সংগঠনের জেলা সভাপতি সাইদুল হোসেন-তবলু  । 
Share on Google Plus Share on Whatsapp



0 comments:

Post a Comment