বঙ্গ বিজেপির প্রচারের তিন মুখ

Indiapost24 Desk::পশ্চিমবঙ্গে সামনের বছর তিন স্তরের পঞ্চায়েত নির্বাচন ও ২০১৯ সালে লোকসভা নির্বাচনে এখন থেকেই প্রচারে জোর দিয়েছে গেরুয়া শিবির |পশ্চিমবঙ্গে বিজেপি জনসংযোগ ও সংগঠণ তৈরি করবে তার ব্লু প্রিন্ট কেশব ভবনের আর এস এস দপ্তর থেকে তৈরি করে দেওয়া হয়েছে |বিজেপির রাজ্য সভাপতি ও আরএসএসের দিলীপ ঘোষ হবে টিম লিডার |এছাড়া বিজেপির কেন্দ্ৰীয় সাধারণ সম্পাদক রাহুল সিনহা ও একদা মমতা ঘনিষ্ঠ তৃণমুল কংগ্রেসের সেকন্ড ইন কম্যান্ড মুকুল রায়ও অন্যতম গেরুয়া মুখ হবেন |
এই তিন জনের নেতৃত্বেই বিজেপি পশ্চিমবঙ্গ মাত করার স্বপ্ন দেখছে |আরএসএস প্রধান মোহন ভাগবত ত্রিপুরায় কমিউনিস্ট শাষন উচ্ছেদে নির্দেশ দেওয়ার পর পশ্চিমবঙ্গে হিন্দুত্ব ,বাংলাদেশি মুসলিম অনুপ্রবেশ ও গো-মাতার ইস্যুকে সামনে রেখেই পশ্চিমবঙ্গ দখলে ছক কষছে গেরুয়া শিবির |ত্রিপুরায় মানিক সরকার এর নেতৃত্বে বাম সরকারকে হটানোর পাশে পশ্চিমবঙ্গে মমতা বন্দ্যোপাধ্যায় এর তৃণমুল কংগ্রেস সরকারকে যে কোন মূল্যে হটানোর লক্ষ নিয়ে গেরুয়া শিবির ঝাঁপাতে চলেছে |
এই লক্ষ্য পূরণে দিলীপ ঘোষ ,রাহুল সিনহা ,মুকুল রায়ের নেতৃত্বে টিম তৈরি হচ্ছে |টিমে থাকবেন বাবুল সুপ্রিয় ,জর্জ বেকার ,রুপা গঙ্গোপাধ্যায় ,লকেট চট্টোপাধ্যায় ,জয়ই বন্দ্যোপাধ্যায় এর মত মুখগুলি |রাজ্যজুড়ে মজবুত সংগঠন গড়ার পাশে গেরুয়া শিবিরের রাজনৈতিক বার্তা সাধারণ মানুষের তুলে ধরার সিদ্ধান্ত নেওয়া হোয়েছে |
ইংরেজি বছরে রাজ্যজুরে সভা ও সমাবেশে এর মাধ্যমে রাজ্য থেকে তৃণমুল অবসানের ডাক দেওয়া হবে বলে ঘোষণা করছে বিজেপি রাজ্য নেতারা |
Share on Google Plus Share on Whatsapp



0 comments:

Post a Comment