আর্থিক বৃদ্ধির হারে আগামী বছর চীনকেও ছাপিয়ে যাবে ভারত !!!

Indiapost24 Desk:নোট বাতিল ও জিএসটির কোন প্রভাব ভারতীয় অর্থনীতিতে পরবে না |বরং ভারতের আর্থিক বৃদ্ধির হার বেড়ে ২০১৮ সালে হবে ৭.২ %.বর্তমানে এই হার হল ৬.৭ % |পাশাপাশি ২০১৯ সালে আর্থিক বৃদ্ধির হার দাঁড়াবে ৭.৪ % এমনটাই জানাচ্ছে রাষ্ট্রসংঘের রিপোর্ট |রাষ্ট্রসংঘের ওয়ার্ল্ড ইকোনোমিক সিচুয়েশন এন্ড প্রসপেক্ট ২০১৮ রিপোর্ট অনুযায়ী ,২০১৭ সালের প্রথমদিকে ভারতে আর্থিক বৃদ্ধির হার কম ছিল |তবে নোট বাতিলের মত পদক্ষেপের পর ও ভারতে আর্থিক বৃদ্ধির হার ইতিবাচক হবে |রাষ্ট্রসংঘের দাবি,নোট বাতিল ও জিএসটির মত আর্থিক সংস্কারের ফলে দেশে বিনিয়োগ বেড়েছে |ফলে এখনকার ৬.৭ % টপকে গিয়ে আগামী বছর বৃদ্ধির হার দাঁড়াতে পারে ৭.২ % ও ২০১৯ সালে তা হতে পারে ৭.৪ %.
Share on Google Plus Share on Whatsapp



0 comments:

Post a Comment