মালদার পর এবার নির্মল হবে বীরভূম জেলা

Indiapost24 Desk:নির্মল বাংলার লক্ষে দৃঢ় পদক্ষেপে এগিয়ে চলেছে পশ্চিমবঙ্গ |নভেম্বর মাসেই মালদাকে নির্মল জেলা ঘোষিত করা হোয়েছে |ডিসেম্বর এ বীরভুম জেলা হতে চলেছে রাজ্যের দশম নির্মল জেলা| যে জেলাগুলোকে নির্মল জেলা ঘোষণা করা হয়েছে সেগুলি হল নদিয়া (দেশের প্রথম নির্মল জেলা ),মালদা ,কোচবিহার ,উত্তর ও দক্ষিণ ২৪ পরগণা ,হুগলি ,পূর্ব মেদিনীপুর ,পূর্ব ও পশ্চিম বর্ধমান |হাওড়া জেলাকে নির্মল করার কাজ জোর কদমে চলছে |আগামী মার্চ মাসের মধ্যে ১৪ টি জেলাকে নির্মল ঘোষণা করার জন্য কোমর বেঁধে নেমেছে রাজ্য সরকার |রাজ্যের পঞ্চায়েত ও গ্রামোন্নয়ন দপ্তর ২০১৮ সালে ডিসেম্বর মাসের মধ্যে রাজ্যের সব জেলাকে নির্মল ঘোষণা করার লক্ষ নিয়ে এগোচ্ছে |শৌচাগার তৈরি করার পাশপাশি পঞ্চায়েত ও গ্ৰামোন্নয়ন দপ্তর গ্রামে গ্রামে পুরো মাত্রায় প্রচার চালাচ্ছে যাতে গ্রামবাসীরা সেই শৌচাগারগুলি ব্যাবহার করে |পদযাত্রা ,নির্মল উৎসব ,নির্মল আড্ডা প্রভৃতি কর্মসুচি গ্রহন করা হোয়েছে |প্রসঙ্গত ৩০ শে এপ্রিল প্রতি বছর রাজ্যে নির্মল বাংলা দিবস পালন করা হয় |
Share on Google Plus Share on Whatsapp



0 comments:

Post a Comment