মৃত্যুঞ্জয় সরদার :গুজরাট বিধানসভা নিবার্চনে হিন্দু সম্প্রদায়ের ভোট বিভাজন রুখতে সক্রিয় হয়ে উঠেছে রাষ্ট্রীয় স্বয়ংসেবক সংঘ(আরএসএস)। সুত্রের খবর যে, গুজরাটে বিজেপি কঠিন লড়াইয়ে দাঁড়িয়েছে মনে করে হিন্দু ভোট একজোট করতে গুজরাটে তাদের শাখার বারোটি সংগঠনকে নিদেশ দিয়েছে আরএসএস। এই ইসুৎতে দ্রুত বৈঠকে বসতে চলছে তারা,যা দিখে বিরোধীদের অভিযোগ, গুজরাট নিবার্চনে বিজেপির জেতাতে ধমীয় মেরুকরন করতে চাইছে আরএসএস। অন্যদিকে আরএসএস -এর অভিযোগ, রাজনৈতিক স্বারথের হাদিকুল প্যাটেলের,আল্লেশ ঠাকুরে এবং জিগ্রেশ মেবানিরা হিন্দু সম্প্রদায়ের মধ্যে বিভাজনের চেষ্টা করছেন, যা জাতীয় নিরাপত্তা এবং সমাজের পক্ষে বিপজ্জনক। উল্লেখ, গুজরাটের হিন্দু ভোটকে নিজেদের. দিকে টানতে মরিয়া কংগ্রেসও। একের পর এক হিন্দু মন্দিরে ঘুরছেন দাহুল গান্ধী। এদিকে বিজেপির ঝুলিতে থাকা হিন্দু ভোট অটুঁট রাখতে মরিয়া আরএসএস হিন্দুদের এককাট্টা করতে বেশ কয়েকটি পদক্ষেপ নিয়েছে। সংঘের শীর্ষ নেতারা গুজরাটের স্বয়ংসেবক এবং প্রচারকদের সক্ষে আলোচনায় বসেন। তাঁদের নিদেশ অনুযায়ী, সংঘের প্রত্যেক সদস্যকে হিন্দু ভোটারদের সক্ষে দেখা করতে হবে। এমনকি, সোশ্যাল মিডিয়ার মাধ্যমে ও হিন্দু ভোটারদের সক্ষে যোগাযোগ রাখতে নিদেশ দেওয়া হয়েছে। গুজরাটে পরিস্থিতিতে ক্রমেই উদ্বেগ বাড়ছে নাগরপুরে শীর্ষ আরএসএস কতাদের।
এদিকে রাজনৈতিক মহল অনুমান করছেন যে,গুজরাটে তীব্র প্রতিষ্ঠান বিরোধীতা,মোদীর জনপ্রিয় হ্রাসে অস্থির আরএসএস। গুজরাটে দীর্ঘ ২২বছর ধরে সংঘ এই রাজ্যকে হিন্দুত্বের রসায়নগারে পরিনত করছে। তাই গুজরাটে যাতে হাত ছাড়া না হয় সে জন্য মরিয়া সংঘ। তবে শেষ পযন্ত গুজরাট হাতে থাকবে কিনা তা নিয়ে সন্দেহ দানা বাঁধচে আরএসএস একাংশের মধ্যে।
এদিকে রাজনৈতিক মহল অনুমান করছেন যে,গুজরাটে তীব্র প্রতিষ্ঠান বিরোধীতা,মোদীর জনপ্রিয় হ্রাসে অস্থির আরএসএস। গুজরাটে দীর্ঘ ২২বছর ধরে সংঘ এই রাজ্যকে হিন্দুত্বের রসায়নগারে পরিনত করছে। তাই গুজরাটে যাতে হাত ছাড়া না হয় সে জন্য মরিয়া সংঘ। তবে শেষ পযন্ত গুজরাট হাতে থাকবে কিনা তা নিয়ে সন্দেহ দানা বাঁধচে আরএসএস একাংশের মধ্যে।
0 comments:
Post a Comment