এসপির তৎপরতায় ধৃত লাল-চন্দন চোরাকারবারীরা



ইন্ডিয়া পোস্ট24 ওয়েব ডেস্ক: সাম্প্রতিক দক্ষিণ ভারতের ছবি পুষ্পা দ্য রাইজ,ছবি দেখে অনুপ্রাণিত লাল চন্দন কাঠ চোরাচালানকারীরা আবারো একবার বেআইনিভাবে লাল-চন্দন চুরির দায়ে এদিন ধরা পরল পুলিশের জালে!শুক্রবার জলদাপাড়া জাতীয় উদ্যানের মান্দাবাড়ি এলাকা থেকে এসপি,বন সুরক্ষা আইপিএস অজিত সিং যাদব-এর অধীনে ও নির্দেশনায় একটি বিশেষ দল প্রথমে 800 কেজি বেআইনিভাবে চুরি করা লাল চন্দন কাঠ বাজেয়াপ্ত করে।  এ ঘটনায় ইতিমধ্যে তৎপরতার সঙ্গে ছয় জনকে আটক করা হয়েছে। অভিযুক্তদের একজনের স্বীকারোক্তিতে পরে আরো 120 কেজি উদ্ধার করা হয়।  সব মিলিয়ে এখন এখন উদ্ধারকৃত   প্রায় 920 কেজি লাল চন্দন কাঠ।

 

এসপি,বন সুরক্ষা,অজিত সিং যাদব জানিয়েছেন যে বেলাকোবা রেঞ্জের অফিসার সঞ্জয় দত্ত এবং বিভিন্ন রেঞ্জের অন্যান্য অফিসারদের সমন্বয়ে  একটি বিশেষ দল গঠন করে তাঁর অধীনে এই  অভিযান পরিচালনা করা হয়!জিজ্ঞাসাবাদের পর আরও একজন সরবরাহকারীকে আটক করেছে জলদপাড়া বন কর্মকর্তারা।6 জনকে আলিপুরদুয়ার আদালতে পেশ পেশ করে আরো 5 দিনের রিমান্ড চাওয়া হয়েছে।রাজ্য পুলিশের বন সুরক্ষা বিভাগের এহেন পুলিশি অভিযানে ইতিমধ্যেই চোরাচালানকারীদের  মধ্যে ভয়ের উদ্রেক ঘটেছে!

Share on Google Plus Share on Whatsapp



0 comments:

Post a Comment