তৃণমুলের সঙ্গে জোট নিয়ে চিন্তায় অধীর চৌধুরি

Indiapost24 Desk:আগামী লোকসভা নির্বাচনে পশ্চিমবঙ্গে তৃণমুল কংগ্রেসের সঙ্গেই হাত ধরে জাতীয় কংগ্রেসের নেতৃত্ব এই রাজ্য থেকে বিজেপিকে নির্মুল করার পরিকল্পনা নেওয়ায় বেজায় বিপাকে পড়েছেন  প্রদেশ কংগ্রেসেরচূড়ান্ত ভাবে  মমতা বিরোধি নেতারা |প্রদেশ কংগ্রেস সভাপতি অধীর চৌধুরি বুঝে গেছেন মাত্র ৫টি আসন নিয়েই কংগ্রেস হাইকমান্ড তৃণমুলের সঙ্গে গোপনে জোট করার প্রস্তুতি নিচ্ছেন |কংগ্রেসের নেতা বহরমপুর ,জঙ্গিপুর ,মালদহ ,উত্তর ছাড়া উত্তর দিনাজপুরের রায়গঞ্জ আসন রেখে বাকী ৩৭টি আসন ই তৃনমূলকে ছেড়ে দেবার কৌশল নিচ্ছেন কংগ্রেস নেতৃত্ব |তবে সিপিএমএর সঙ্গে কংগ্রেসের যে আসন সমঝোতা পশ্চিমবঙ্গে হচ্ছে না তার সবুজ সংকেত ইতিমধ্যে  পেয়ে গেছেন প্রদেশ কংগ্রেসের নেতারা |অধীর চৌধুরির মাথা ব্যাথার কারন কংগ্রেস হাইকমান্ড মুর্শিদাবাদ আসনটি তৃনমূলকে ছেড়ে দিতে চাইছেন |
ওই আসনে বর্তমানে সিপিএমএর সাংসদ বদরুজ্জোহা খান সাংসদ |মুর্শিদাবাদ জেলায় অধীর গড়ে ভাঙ্গন ও তৃণমুলের উত্থানের পর মুর্শিদাবাদ আসন ছেড়ে দেওয়া ছাড়া কংগ্রেসের মুখরক্ষার যে উপায় নেই সে বিষয়ে একমত রাজনৈতিক মহল |
Share on Google Plus Share on Whatsapp



0 comments:

Post a Comment