অ্যাসিড আক্রান্তদের ক্ষতিপূরণের পরিমান বাড়ল

Indiapost24 Desk:এবার থেকে আর তিনলক্ষ নয়। অ্যাসিড আক্রান্তরা চার লক্ষ টাকা করে পাবেন।চিকিৎসার  খরচ যেমন পাচ্ছিলেন তেমনই পাবেন। মঙ্গলবার এই নির্দেশ  দিয়েছেন বিচারপতি দেবাংশু বসাক। তিনলক্ষ টাকার ভিতরে রাজ্য দিয়ে থাকে তিনলক্ষ টাকা। এবার থেকে কেন্দ্রীয় সরকারের সেন্ট্রাল ভিক্টিম কমপেনসেশন ফান্ড স্কিম-১৫ থেকে একলক্ষ টাকা পাবেন আক্রান্তরা। আইনজীবী দেবাশীষ ব্যানাজী জানান, ২০১৬ সালে নদীয়া জেলার ধানতলা এলাকায় এক মহিলাকে অ্যাসিড ছুড়ে মেরেছিল তারই প্রতিবেশী । কুপ্রস্তাবে রাজি না হওযায় মহিলার মুখে অ্যাসিড ছোড়া হয়েছিল। ঘটনার দায়ে বিজয় বিশ্বাস ও বিনয় বিশ্বাস নামে দু’ব্যাক্তিকে আটক করে  পুলিশ। তাদের সাজাও ঘোষণা হয়ে গিয়েছে। কিন্তু রাজ্যের দেওয়া ক্ষতিপূরণ ছাড়া ওই মহিলা কেন্দ্রীয় সরকারের প্রকল্পের কোনও টাকা পাচ্ছিলেন না। ওদিকে কেন্দ্র সরকার অ্যাসিড আক্রান্তদের জন্য একটি বিশেষ প্রকল্প চালু করেছে। যা শুরু হয়েছে ২০১৫ সাল থেকে। কেন্দ্রের কাছে আবেদন করে কোন ফল না মেলায় মহিলা হাইকোর্টে আবেদন করেন। আইনজীবী আদালতকে অভিযোগ করে জানান, আক্রান্ত মহিলা কেন্দ্রের কাছে আবেদন করেছিলেন, কিন্তু পুরানো ঘটনা বলে তাকে ক্ষতিপূরণ দেওয়া হয়নি। যেখানে কেন্দ্রের এই প্রকল্প চালু হয়েছে ২০১৫ সালে। আর ঘটনাটি ঘটেছে ২০১৬ সালে। তাহলে কেন ওই মহিলা ক্ষতিপূরণ পাবেন না?. আদালত কেন্দ্রের কাছে এর জবাব তলব করে। এদিন কেন্দ্রের পক্ষ থেকে সেই একই কথা জানানো হয়। কিন্তু আদালত কেন্দ্রের কথাকে গুরুত্ব না দিয়েই নির্দেশ দেয়, এখন থেকে অ্যাসিড আক্রান্তরা রাজ্যের দেওয়া তিনলক্ষ আর কেন্দ্রের দেওয়া একলক্ষ টাকা ক্ষতিপুরণ হিসাবে পাবেন। এব্যাপারে আর এক আইনজীবী জয়ন্তনারয়ণ চ্যাটার্জী জানান, বর্তমানে মানুষ অস্ত্রের বদলে অ্যাসিড টাকেই ব্যবহার করছে বেশী। তিনি  বেশ কিছু আক্রান্তের হয়ে আদালতে  সওয়াল করেছিলেন।

Share on Google Plus Share on Whatsapp



0 comments:

Post a Comment