আমি হিন্দু-বিরোধী নই,আমি নরেন্দ্র মোদী-অমিত-শাহ বিরোধী,আমার মতে, ওঁরা হিন্দু নন : প্রকাশ রাজ

বিজেপি নেতৃত্ব, কেন্দ্রীয় মন্ত্রী অনন্ত কুমার হেগড়ে ও ‘স্বাধীন মতপ্রকাশের ওপর আক্রমণ চালানো’ গোষ্ঠীগুলিকে তীব্র আক্রমণ জনপ্রিয় অভিনেতা প্রকাশ রাজের।
এদিন এক অনুষ্ঠানে দক্ষিণী অভিনেতা হলেও বর্তমানে সবাই যাকে গনি ভাই নামেই বেশি চেনেন দাবি করেন, ওরা বলে বটে, কিন্তু আমি হিন্দু-বিরোধী নই। আমি নরেন্দ্র মোদী-বিরোধী, অমিত-শাহ বিরোধী। আমার মতে, ওঁরা হিন্দু নন। অনন্ত কুমার হেগড়ে, যিনি বলেন, একটি মতবাদ, ধর্মকে পৃথিবী থেকে মুছে দিতে চান, হিন্দু হতে পারেন না। মানুষ হত্যা যিনি সমর্থন করেন, তিনি হিন্দু হতে পারেন না।

এইভাবে এদিন তিনি যে যে রাজ্য সরকার পদ্মাবত-কে নিষিদ্ধ করেছে, তার মু্ক্তির বিরোধিতা করছে, তাদেরও সম্পর্কে তীব্র নিন্দা করেন প্রকাশ। বলেন, আইনশৃঙ্খলা রক্ষাকে ঢাল করছে এই সরকারগুলি। ওদের ইস্তফা দেওয়া উচিত, কেননা ওদের ক্ষমতায় থাকার অধিকার নেই। নতুবা ওরা মেনে নিক, ক্ষমতায় আছি বলে গায়ের জোর খাটাচ্ছি। এটা পরিষ্কার, ওরা বিচ্ছিন্ন কিছু গোষ্ঠীকে খুশি রাখতে চাইছে। স্বাধীন মতপ্রকাশের ওপর নির্লজ্জ হামলা।

Share on Google Plus Share on Whatsapp



0 comments:

Post a Comment