বিশ্বের বৃহত্তম সৌর তাপ বিদ্যুৎ কেন্দ্র

দক্ষিণ অস্ট্রেলিয়ার সরকার বিশ্বের বৃহত্তম সৌর তাপ বিদ্যুৎ কেন্দ্র নির্মাণের অনুমোদন দিয়েছে। খবর সিনহুয়ার।খবরে বলা হয়, ৫০ কোটি ৯০ লাখ ডলার ব্যয়ে ১৫০ মেগাওয়াট ক্ষমতাসম্পন্ন অরোড়া নামের এ বিদ্যুৎ কেন্দ্রের নির্মাণ ২০১৮ সালেই শুরু করা হবে। সোলার পাওয়ার কোম্পানি সোলার রিজার্ভ এটি নির্মাণ করবে।
দক্ষিণ অস্ট্রেলিয়ার ভারপ্রাপ্ত জ্বালানিমন্ত্রী ক্রিস পিকটন জানান, এ বিদ্যুৎ কেন্দ্রের নির্মাণ কাজ সম্পন্ন হলে ৬৫০ জনের কর্মসংস্থানের সুযোগ সৃষ্টি হবে।

বুধবার এ্যাডেলেইডে পিকটন সাংবাদিকদের বলেন, ‘সোলার রিজার্ভ কোম্পানি বিশ্বের এই বৃহত্তম বিদ্যুৎ উৎপাদন কেন্দ্রের অনুমোদন নিয়ে সামনের দিকে এগিয়ে যাচ্ছে। এ বিদ্যুৎ কেন্দ্রের মাধ্যমে আমাদের বৈদ্যুতিক রেল, হাসপাতাল ও শিক্ষা প্রতিষ্ঠানে পরিবেশ বান্ধব এবং নবায়নযোগ্য বিদ্যুৎ সরবরাহ করা হবে।’

Share on Google Plus Share on Whatsapp



0 comments:

Post a Comment