ভারত -পাক সীমান্তে গুলির লড়াই,খতম ৭ পাক রেঞ্জার্স

NNS :যুদ্ধ বিরত লঙ্ঘনের জবাবে ৭ রেঞ্জডার্স খতম করল ভারতীয় নিরাপত্তারক্ষী বাহিনীর সদস্যরা। আজ সকালে পাক অধিকৃত কাশ্মীরের কোটলি সেক্টরে এই ঘটনা ঘটে। পাক সেনাবাহিনীর পক্ষ থেকে এই ঘটনার কথা স্বীকার করে নেওয়া হয়েছে। 
সীমান্ত বরাবর আজ সকালে গুলি চালানো শুরু করে পাক রেঞ্জাররা। চলে মর্টাক শেলিংও। এরপরই পাল্টা জবাব দেওয়া শুরু করে ভারতীয় সেনা জওয়ানরা। বেশ কিছুক্ষণ ধরে চলে গুলির লড়াই। ঘটনায় নিহত হয় ৭ জন পাক রেঞ্জার্স আর  আহত ৪ জন।
Share on Google Plus Share on Whatsapp



0 comments:

Post a Comment