বিরল প্রজাতির সাপ দেখা মিলেছে বাংলাদেশ শ্রীমঙ্গলে

বেম্বো ট্রিংকিট (Bamboo Trinket Snake) একটি বিরল প্রজাতির সাপ। এ সাপটির কোনো বাংলা নাম নেই। দুর্লভ সাপটির দেখা মিলেছে বাংলাদেশ শ্রীমঙ্গলে।

 উপজেলার সোনাছড়া চা বাগানের শ্রমিকরা এই সাপটি দেখতে পায়। বাগানের শ্রমিক নারায়ণের ঘরে সাপটি দেখা যায়। শ্রমিকরা সাপটি চিনতে না পেরে স্থানীয় বন্যপ্রাণী সেবা ফাউন্ডেশনে খবর পাঠায়। পরে চা বাগান থেকে সাপটি উদ্ধার করে শ্রীমঙ্গলে বাংলাদেশ বন্যপ্রাণী সেবা ফাউন্ডেশনে রাখা হয়। 

জানা যায়, বেম্বো ট্রিংকিট দুধরাজ সাপেরই একটি জাত। তবে দুধরাজ পাওয়া গেলেও বেম্বো ট্রিংকিট সাপ খুব কম পাওয়া যায়। 
বাংলাদেশ ছাড়া দক্ষিণ ও পূর্ব এশিয়ার দেশগুলোতে এ সাপটি দেখা যায়। এর মধ্যে রয়েছে দার্জিলিং, সিকিম, আসাম, অরুণাচল, মিয়ানমার, ভুটান, থাইল্যান্ড, লাওস, কম্বোডিয়া, ভিয়েতনাম, নেপাল, দক্ষিণ চীন, তাইওয়ান, মালয়েশিয়া, ইন্দোনেশিয়া।


বিশিষ্ট এক নির্বাহী ও সরীসৃপ গবেষক বলেন এ সাপটি দেখতে খুব সুন্দর। মাথা ছোট, তীক্ষ্ণ ও চকচকে। গায়ের রং লাল। কালো ডোরা কাটা। এদের কোনো বিষ নেই। এ সাপটি প্রধানত সবুজ বনে বাস করতে বেশি পছন্দ করে। এরা ইঁদুর ও অন্যান্য প্রাণী খেয়ে জীবন ধারণ করে।


Share on Google Plus Share on Whatsapp



0 comments:

Post a Comment