২০ তে পা তৃণমুলের উৎসব চলবে একমাস

NNS:১৯৯৮ সালের ১ লা জানুয়ারি পথ চলা শুরু হয়েছিলো তৃণমুল কংগ্রেসের |কংগ্রেসের দোর্দন্ড প্রতাপ নেত্রী মমতা বন্দ্যোপাধ্যায় দল ভেঙ্গে বেড়িয়ে এসে সিপিএম বিরোধিতাই নতুন দল তৈরি করেন |সেই দল জন্মের  ১৩ বছরের মধ্যেই বাম শাষনের অবসান ঘটিয়ে ক্ষমতায় এসেছে |১ লা জানুয়ারী ২০ বছরে পা দিল তৃণমুল |
এই উপলক্ষে টুইট করে দলের নেতা কর্মীদের অভিনন্দন জানিয়েছেন মমতা বন্দ্যোপাধ্যায় পাশাপাশি তৃণমূলকে ভালোবাসার জন্য সকলের প্রতি কৃতজ্ঞতা জ্ঞাপন করেছেন |দলের তরফে সাধারণ সম্পাদক সুব্রত বক্সী সব জেলা নেতৃত্বকে মাসখানেক ব্যাপী অনুষ্ঠান করার নির্দেশ দিয়েছেন |নানা ধরণের সমাজকল্যাণমূলক কাজ করে উন্নয়ণের দিকে এগিয়ে যেতে হবে |
এই মাসে অনেকগুলি সরকারি ছুটি রয়েছে তেমন ই ১২ জানুয়ারি ,২৩ জানুয়ারি ,২৬ জানুয়ারী মত সরকারী অনুষ্ঠানের দিন রয়েছে |সেগুলি যাতে রাজ্যে ভালোভাবে পালিত হয় সেগুলির সরকারি নির্দেশ রয়েছে |এই বছর রাজ্যে পঞ্চায়েত ভোট এপ্রিল মে মাসে হবে |
ফলে মানুষের সঙ্গে জনসংযোগ বাড়ানোর কাজ করতে এখন থেকেই নির্দেশ দিয়েছেন মমতা বন্দ্যোপাধ্যায় |দলের প্রতিষ্ঠা দিবসকে একমাস ব্যাপী কর্মসুচিতে পরিণত করার পেছনে মমতা বন্দ্যোপাধ্যায়ের রাজনৈতিক জনসংযোগের কৌশল দেখছেন রাজনৈতিক মহল |
Share on Google Plus Share on Whatsapp



0 comments:

Post a Comment