পশ্চিমবঙ্গে ২.১৯ লক্ষ কোটি লগ্নির প্রস্তাব এল রাজ্য শিল্প সম্মেলনে

মৃত্যুঞ্জয় সরদার :প্রবল উৎসাহ ও উদ্দীপনার মধ্যে দুদিনের বিশ্ববঙ্গ বানিজ্য সম্মেলন আজ শেষ হয়েছে। আগামী দিনে পশ্চিমববঙ্গে বিভিন্ন শিল্পপতি ২ লক্ষ ১৯ হাজার কোটি টাকা রাজ্যে লগ্নি করবেন বলে রাজ্য সরকারের সঙ্গে বিভিন্ন শিল্পগোষ্ঠীর সঙ্গে ১৯০টি মৌ চুক্তি স্বাক্ষর হয়েছে বলে দাবী করেছেন মুখ্যমন্ত্রী মমতা বন্দোপাধ্যায়। 
এদিকে বিভিন্ন বিরোধী দল কলকাতায় বাণিজ্য সম্মেলন নিয়ে মুখ্যমন্ত্রীর সমালোচনায় সবর হন। এদিকে মুখ্যমন্ত্রী মমতা বন্দোপাধ্যায় দাবী করছেন যে,আগামী কয়েক বছরে পশ্চিমববঙ্গে নতুন করে ২০লক্ষ কর্মসংস্থান হবে। এরমধ্যে শিল্পপতি মুকেশ আম্বানির লগ্নিতেই ১ লক্ষ কর্মসংস্থান হবে আশা ব্যক্ত করেছেন মমতা বন্দোপাধ্যায়। মুলত মোবাইল পরিসেবা ও উৎপাদন ক্ষেত্রে এই লগ্নি হবে তিনি আশাবাদী।

Share on Google Plus Share on Whatsapp



0 comments:

Post a Comment