জাতি ধর্ম বর্ণ নির্বিশেষে এগিয়ে আসতে হবে:বিজেপি মোর্চা নেতা রথিকান্ত ঢালী

Snehashish Mukherjee:আজ বসিরহাট জেলায় কম বেশি ৮০ জন দলীয় নেতা ও বসিরহাট জেলার কৃষান মোর্চার সভাপতিদের নিয়ে সামনে পঞ্চায়েত ভোটের প্রস্তুতি পর্বের পাশাপাশি শাষক দলের লাগামহীন দুর্নীতি ও কণ্ঠরোধ করার প্রবণতাকে সামনে রেখে বসিরহাট জেলা পার্টি অফিসে এক দলীয় বৈঠক অনুষ্ঠিত হয় | এই ভাবে ভারতীয় জনতা কৃষান মোর্চার বসিরহাট সাংগঠনিক জেলা কমিটির তরফ থেকে  আসন্ন পঞ্চায়েত ভোটের আগে লাগাতার মিটিং মিছিল করে পঞ্চায়েত ভোটের প্রস্তুতি নিচ্ছে | 

জেলা সভাপতি রথিকান্ত ঢালী উক্ত সভায় বক্তব্য রাখতে গিয়ে বলেছেন শাসক সন্ত্রাস করবে , তাণ্ডব করবে, না হলে আমরা উঠবো কিভাবে | তিঁনি আরও বলেন যে ওরাই আমাদের তুলে ধরছে মানুষের কাছে |  তাই জাতি ধর্ম বর্ণ নির্বিশেষে এগিয়ে আসতে হবে | 

সভায় উপস্থিত ছিলেন ভারতীয় জনতা কৃষাণ মোর্চার রাজ্য সাধারণ সম্পাদক নিপুল বেপারী , উত্তর ২৪ পরগণা জেলার সদস্য প্রদীপ মন্ডল সহ অন্যান্য নেতা নেত্রীরা। উপস্থিত ছিলেন মিনাখা, সন্দেশখালির মতন দূর দূরান্ত থেকেও মন্ডল সভাপতিরা।

Share on Google Plus Share on Whatsapp



0 comments:

Post a Comment