যদি কোন প্রধান মুখ্যমন্ত্রীর আবাস যোজনার ক্ষেত্রে পয়সা চায় তার বিরুদ্ধে থানায় এফআইআর করুন :অনুব্রত মন্ডল

Indiapost24 Web Desk : সিউড়ী শহর ও সিউড়ী ১ নম্বর ব্লক মহিলা তৃনমূল কংগ্রেস কমিটির কর্মীসভায় মহিলা কর্মীদের উৎসাহ প্রদান করতে মঞ্চ থেকে বীরভূম জেলা সভাপতি অনুব্রত মণ্ডল ওরফে বীরভূমের সবার প্রিয় কেষ্ট দা বক্তব্য রাখতে গিয়ে বলেন  মমতা ব্যানার্জী অক্লান্ত পরিশ্রম করছে সাধারণ মানুষদের জন্য,খেটে খাওয়া ও সমাজের পিছিয়ে পড়া মানুষদের জন্য ও মহিলাদের জন্য | আর গোটা পশ্চিমবঙ্গের কথা চিন্তা করতে হলে মহিলাদের কথাও চিন্তা করতে হবে | আর মহিলাদেরকে উৎসাহিত করার প্রসঙ্গে তিনি এদিন মঞ্চ থেকে বার বার বলেন আমরা পুরুষেরা ঘরের কোনো কাজই  করিনা, কাজ করে মহিলারা  ঘরে সন্তানকে শিক্ষা দেয় মহিলা রান্নাটাও তাঁরা করে আবার খেতেও তাঁরা দেয় গোটা সংসার জগৎটা চলছে তাদেরই একান্ত আত্মদানে,তাঁদের অনেক চিন্তাধারা অনেক চাপ | 



আর এই মহিলাদেরকে আরোও উৎসাহিত করার জন্য ও সম্মানিত করে সর্বক্ষেত্রে সমাজের প্রথম সারিতে আনার জন্য মমতা ব্যানার্জী গোটা রাজ্যের মতো এই জেলাতেও অর্থাৎ বীরভূমের পঞ্চায়েত গুলোতে পঞ্চায়েত নির্বাচনের আগে ৫০ শতাংশ সংরক্ষন করলেন মহিলা সদস্য দিয়ে  | যদি ২০ টা পঞ্চায়েতে সদস্য থাকে তাহলে ১০ টা পুরুষ ১০ টা মহিলা | সমান স্বীকৃতী দেওয়া হয়েছে মহিলাদের | এরপর অনুব্রত ঈশ্বর ও আল্লার শপথ নিয়ে মহিলাদের উদ্দেশ্যে মঞ্চ থেকে বলেনঃ আপনাদের সঙ্গে তৃনমূল সরকার আছে ও থাকবে | ৩৪ বছরে মা বোনেরা অত্যাচার দেখেছে | আজকে বামফ্রণ্ট নেই | পার্টিটাই উঠে গেছে | আজকে তৃনমূল সরকারের আমলে আপনারা চরিদিকে উন্নয়নের ছোঁয়া পাচ্ছেন | কন্যাশ্রী থেকে রূপশ্রী একের পর এক মহিলাদের উন্নয়নের জন্য জনহিতকর প্রকল্প যা আগের সরকারের চিন্তাধারার মধ্যেও আসেনি | 


এছাড়া বীরভূমের এই ৭ টি অঞ্চলে মুখ্যমন্ত্রীর আবাস যোজনায় আপনারা এটি মধ্যে ৩০২৫ টা বাড়ী পেয়েছেন বলে জানান তিনি | সঠিক প্রাপ্যদাররা কেউই বঞ্চিত হবেন না আর যদি কোন অঞ্চল সভাপতি নাম থাকতে কারোর নাম বাদ দেয় তাহলে আপনারা তাঁর বিরুদ্ধে এফআইআর করবেন, কোন প্রধান, কোন পঞ্চায়েত সদস্য যদি পয়সা চায় তাহলে তাঁর বিরুদ্ধে এফআইআর করবেন , আর ভয় দেখালে সরাসরি ওনাকে ফোন করতে বলেন এবং সেই সঙ্গে তিঁনি তাঁর স্বভাব সিদ্ধ মেজাজে দলের একাংশকে সতর্ক করে হুঁশিয়ারি দিয়ে বলেন এই বাড়ী মুখ্যমন্ত্রীর দান, যারা সঠিক প্রাপ্যদার শুধু আপনাদের বাড়ী , কারোর অধিকার করার বা অর্থ নেবার কোনো ক্ষমতা নেই | 


এইভাবে তিঁনি এদিন মঞ্চ থেকে মহিলা কর্মীদের বিভিন্ন ভাবে উৎসাহ প্রদান করেন,সভায় কমবেশি সিউড়ি শহর ও ১ নং ব্লক টির অঞ্চলগুলি থেকে ২৫০০০ থেকে ৩০০০০ মহিলা একত্রিত হন| উক্ত সভায় উপস্থিত ছিলেন জেলা সভাধিপতি বিকাশ রায় চৌধুরি ছাড়াও প্রমুখ ব্যাক্তিত্বগণ |
Share on Google Plus Share on Whatsapp



0 comments:

Post a Comment