উত্তরবঙ্গে এবার বিশেষ নজর সিপিএম রাজ্য শীর্ষ নেতৃত্বের



Indiapost24 Web Desk : পশ্চিম বঙ্গের রাজনীতিতে ক্রমেই কোনঠাসা ও জনবিচ্ছিন্নতায় ভোগা সিপিএমের শীর্ষ রাজ্য নেতৃত্বে দলের কেন্দ্রীয় নেতাদের পরামর্শ মেনে আসন্ন পঞ্চায়েত নির্বাচন ও ২০১৯ সালে লোকসভা নিবার্চনের কথা নিয়ে চিন্তা ভাবনা করে চলেছেন। 
                          এই মুহুর্তো দক্ষিণবঙ্গে জনবিচ্ছিন্নতা কাটিয়ে, সাংগঠনিক দুর্বলতাকে ঢাকা দিয়ে রাজনৈতিক কর্মসূচি ও গনভিত্তি বাড়ানোর তেমন সুযোগ নেই বলেই মনে করছেন সিপিএমের পশ্চিমবঙ্গের রাজ্য নেতৃত্বে। তাই দলের শীর্ষ নেতৃত্বে এখন উত্তরববঙ্গে গনভিওি বাড়ানো ও সংগঠনকে মজবুত করার জন্য চা শ্রমিক, আদিবাসী, দার্জিলিংয়ে পার্বত্য এলাকার মানুষজনের পাশাপশি কোচ রাজবংশী, সংখ্যালঘু মুসলিমও মধ্যবিত্ত হিন্দু বাঙ্গালীদের মধ্যে নিজেদের গ্রহণ যোগ্যতা  তৈরি করতে প্রস্তুতি নিচ্ছেন। 
                           এই লক্ষ্যেই সিপিএমের দৈনিক মুখপত্র গনশক্তির উত্তরবঙ্গ সংস্করণ চালু করা হয়েছে। কলকাতা, দুর্গাপুরের পাশাপাশি শিলিগুড়ি থেকেও গনশক্তির প্রকাশনাকে হাতিয়ার করে উত্তরবঙ্গের প্রত্যন্ত অঞ্চলে দলের কর্মসূচি ও মানুষের বিভিন্ন সমস্যা তুলে ধরার রাজনৈতিক কৌশল নেওয়া হয়েছে।
উত্তরবঙ্গে গনশক্তির প্রচারের মাধ্যমে দলের সংগঠন বাড়ানো যাবে এমনটাই মনে করছেন সিপিএমের রাজ্য নেতৃত্বে।
Share on Google Plus Share on Whatsapp



0 comments:

Post a Comment