দুর্ঘটনা - বিপর্যয়ে উদ্ধারে ঝাঁপাবে 'আপদ মিত্র'


Indiapost24 Web Desk:অসামরিক প্রতিরক্ষা ও বিপর্যয় মোকাবিলা দপ্তর অঞ্চল ভিত্তিক প্রশিক্ষিত স্বেচ্ছাসেবক তৈরি করার পরিকল্পনা নিয়েছে। এই নতুন প্রকল্পের নাম দেওয়া হয়েছে 'আপদ মিত্র'। প্রাথমিক ভাবে দক্ষিণ 24 পরগনা ও পূর্ব মেদিনীপুর এই দুই জেলায় পাইলট প্রজেক্ট হিসেবে আপদ মিত্র প্রকল্প শুরু করা হয়েছে। বিপর্যয় মোকাবিলা দপ্তর আপাতত 200 জন করে স্বেচ্ছাসেবককে প্রশিক্ষণ দেওয়া শুরু করেছে এই দুই জেলায়।
                   অসামরিক প্রতিরক্ষা বিপর্যয় মোকাবিলা দফতরের এক শীর্ষ অধিকর্তার মতে, সবথেকে কম সময়ের মধ্যে উদ্ধারকাজ শুরু করে মৃত্যুর হার বা ক্ষয়ক্ষতির পরিমাণ যতটা সম্ভব কম করা যায় তার জন্যই অঞ্চল ভিত্তিক প্রশিক্ষিত স্বেচ্ছাসেবক তৈরি করার পরিকল্পনা নেওয়া হয়েছে। অসামরিক প্রতিরক্ষা ও বিপর্যয় মোকাবিলা দফতরের প্রধান সচিব বলেন, আমাদের এই প্রকল্প সফল হলে আগামী দিনে রাজ্যের প্রতি জেলাতেই 'আপদ মিত্র' তৈরি করা হবে। অঞ্চলভিত্তিক প্রাকৃতিক বিপর্যয়ের প্রকারভেদে এবার অঞ্চল ভিত্তিক প্রশিক্ষণের মাধ্যমে বিপর্যয় স্বেচ্ছাসেবক বাহিনী স্বেচ্ছাসেবক তৈরি করছে। এই দফতরের এক শীর্ষ আধিকারিক বলেন, বিপর্যয়ের প্রকৃতিভেদে পৃথক প্রশিক্ষণের ব্যবস্থা করলে শিক্ষার্থীদের দক্ষতা বাড়বে অনেকখানি। প্রসঙ্গত, প্রত্যেক বছরই সিভিল ডিফেন্সে 20 থেকে 25 হাজার স্বেচ্ছাসেবক প্রশিক্ষণ নিয়ে থাকে।
Share on Google Plus Share on Whatsapp



0 comments:

Post a Comment