Mostak Ahamed : পূর্ব বর্ধমান ও নদিয়া জেলা সংযোগ করতে ভাগীরথীর উপরে নতুন সেতু নির্মাণ করবে রাজ্য সরকার। কালনা এবং শান্তিপুর কে জুড়বে এই সেতু। পূর্ত দফতর এর নির্মাণকাজ সম্পন্ন করবে। অপপ্রচ এরিয়া সহ পুরো সেতুটির দৈর্ঘ্য হবে দুই কিলোমিটার। প্রাথমিক পর্যায়ে এই সেতুর জন্য 700 কোটি টাকা বরাদ্দ করা হয়েছে। এর পাশাপাশি একটি রেলওয়ে ওভারব্রিজ ও তৈরি করা হবে। শুধু যে কালনা ও শান্তিপুরের মধ্যে যোগাযোগ ব্যবস্থায় গতি আসবে এই সেতুর মাধ্যমে তাই নয়, পূর্ব বর্ধমানের কাটোয়া ও হুগলি জেলার ত্রিবেণীর যোগাযোগেও গতি আনবে এই সেতু। নতুন সেতু নির্মাণের ফলে নদীয়াজেলা গামী পর্যটকরা যেমন উপকৃত হবেন, তেমনই জেলার তাঁতশিল্পীদের ও জাতায়াতে অনেকটাই সুবিধে হবে।
ভাগীরথীর উপর নতুন সেতু !!!
Mostak Ahamed : পূর্ব বর্ধমান ও নদিয়া জেলা সংযোগ করতে ভাগীরথীর উপরে নতুন সেতু নির্মাণ করবে রাজ্য সরকার। কালনা এবং শান্তিপুর কে জুড়বে এই সেতু। পূর্ত দফতর এর নির্মাণকাজ সম্পন্ন করবে। অপপ্রচ এরিয়া সহ পুরো সেতুটির দৈর্ঘ্য হবে দুই কিলোমিটার। প্রাথমিক পর্যায়ে এই সেতুর জন্য 700 কোটি টাকা বরাদ্দ করা হয়েছে। এর পাশাপাশি একটি রেলওয়ে ওভারব্রিজ ও তৈরি করা হবে। শুধু যে কালনা ও শান্তিপুরের মধ্যে যোগাযোগ ব্যবস্থায় গতি আসবে এই সেতুর মাধ্যমে তাই নয়, পূর্ব বর্ধমানের কাটোয়া ও হুগলি জেলার ত্রিবেণীর যোগাযোগেও গতি আনবে এই সেতু। নতুন সেতু নির্মাণের ফলে নদীয়াজেলা গামী পর্যটকরা যেমন উপকৃত হবেন, তেমনই জেলার তাঁতশিল্পীদের ও জাতায়াতে অনেকটাই সুবিধে হবে।
0 comments:
Post a Comment