কলকাতা হাই কোর্টে বোমাতঙ্ক !!!


Indiapost24 Web Desk: আজ কলকাতা হাই কোর্ট ভবনে এক পরিত্যক্ত ব্যাগ নিয়ে বোমাতঙ্ক ছড়ায় | খবর পেয়ে দ্রুত ঘটনাস্থলে আসে পুলিশ ও বোমাস্কোয়ার্ডের আধিকারিকরা | কলকাতা হাই কোর্টের তিনতলায় একটি বেঞ্চে পরিত্যক্ত কালো ব্যাগ নিয়েই বোমাতঙ্ক ছড়ায় |
বেলা সাড়ে বারোটা নাগাদ ঘটনাস্থলে দুটো কুকুরকে নিয়ে পরীক্ষা করে দেখেন বোমাস্কোয়ার্ডের সদস্যরা | ঘন্টাখানেক পর অবশেষে ব্যাগটি খুলে তার মধ্য থেকে টিফিন বক্স , জলের বোতল , আঠা , ও বেশ কিছু আইনী কাগজ উদ্ধার করেছে পুলিশ |
Share on Google Plus Share on Whatsapp



0 comments:

Post a Comment