NNS: অসমের জনসংখ্যা চিত্র নিয়ে এ ইউডিএফ নেতা বদরুদ্দীন আজমলকে নিয়ে সেনাপ্রধান বিপিন রাওয়তের বিতর্কিত রাজনৈতিক মন্তব্যের ব্যাপারে কেন্দ্ৰীয় প্রতিরক্ষা মন্ত্রী নির্মলা সীতারামন কোন প্রতিক্রিয়া দিতে রাজী হননি |
গতকালই আসামে সেনাপ্রধাণ বিপিন রাওয়াত বলেছিলেন যে অসমের জনসংখ্যার চরিত্র কখনই বদলানো যাবে না | আসামে বিজেপির থেকেও বদরুদ্দিন আজমলের এ ইউডিএফ দ্রুত বাড়ছে | সেনাপ্রধানের এই বক্তব্যের তীব্র প্রতিবাদে সরব হন অসমের বিভিন্ন বিরোধি রাজনৈতিক দল |
0 comments:
Post a Comment