মমতার তোপে বিদ্ধ মোদি !!!


Indiapost24 Web Desk: আজ মুর্শিদাবাদে প্রশাসনিক জনসভায়, কেন্দ্রের নরেন্দ্রমোদি সরকারকে তীব্ৰ ভাষায় আক্রমণ চালান মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় | মোদি সরকারকে কটাক্ষ করে তিঁনি বলেন যে কেন্দ্রের সরকার প্রতারকদের পাহারা 
দিচ্ছে | এদিন মুর্শিদাবাদের সরকারি জনসভায় তীব্র তম ভাষায় কেন্দ্রের নরেন্দ্র মোদি সরকারকে আক্রমণ চালালেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় | তাঁর অভিযোগ যে , ব্যাঙ্কের টাকা নিয়ে পালিয়ে যাওয়া প্রতারকদের মাথার ছাতা কারা তা সবার আগে খুঁজে দেখা দরকার | মোদি সরকারকে জনবিরোধী বলেও তোপ দাগেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় |
Share on Google Plus Share on Whatsapp



0 comments:

Post a Comment