গঙ্গা সমুদ্র ও সুন্দরবনে হাউসবোটে ভ্রমণ !!!


Indiapost24 Web Desk :পযটন দপ্তর সমীক্ষা করে  দেখেছে, সমুদ্রসৈকতে বেড়ানোর পাশাপাশি গভীর সমুদ্রের রুপ দেখতেও বহু পযটন আগ্রহ প্রকাশ করে থাকেন। তাই,পর্যটন  দপ্তর এবার নিয়ে এল গঙ্গায় হাউসবোট এবং এটিতে চেপেই পাড়ি দেওয়া যাবে সমুদ্রে ।
        চাইলে জন্মদিনের পাটি,বিয়ের রিসেপশন,ছোট খাটো কনফারেন্সের আয়োজনও করা যাবে এই হাউসবোটগুলিতে। কনফারেন্স হলে  ২০ জনের মতো বসার ব্যবস্থা থাকছে। থাকছে ব্যাস্কোয়েট হল ও ডবল বেডের রুম। থাকছে বার ও রেস্তোরাঁয়। আপাতত, বাবুঘাটের কাছে দপ্তরের জোটের সামনে আপাতত দুটি হাউসবোট রাখা হয়েছে, আরও ৬ টি আসছে খুব শীঘ্র কেরালা থেকে। জনপ্রিয়তা বাড়লে রাজ্যের আরও বিভিন্ন স্থানে এই পরিষেবা চালু করবে পর্যটন  দপ্তর
।    ছই বোটে সাধারণ মানুষের থাকার জন্যও ব্যবস্থা করা হবে। চারটি থাকবে  দিঘা,মন্দারমনি,তাজপুরের খাঁড়িতে। এতে পযটকেরা হাউসবোটে থেকেই সমুদ্রের মজা উপভোগ করতে পারবেনে।
Share on Google Plus Share on Whatsapp



0 comments:

Post a Comment