মুর্শিদাবাদে গ্রেপ্তার জে এম বি জঙ্গী !!!



স্নেহাশিষ মুখার্জি : 
সীমান্তপার জে এম বি জঙ্গী সন্দেহে ফের একজনকে মুর্শিদাবাদ জেলার ধুলিয়ান থেকে গ্রেপ্তার করল কলকাতা পুলিশের এস টি এফ শাখা | ধৃত সন্দেহভাজন জে এম বি জঙ্গীর নাম নূর আলম বলে জানা গেছে | কলকাতা পুলিশের এস টি এফের দাবী যে ধৃত অভিযুক্ত শুধু বাংলাদেশের জঙ্গী সংগঠন জে এম বির সদস্যই নয় বুদ্ধগয়ায় বিষ্ফোরণের কাণ্ডেও সে  জড়িত বলে মনে করছে এস টি এফ | 

       আজই তাকে কলকাতার ব্যাঙ্কশাল আদালতে তুলে নিজেদের হেফাজতে নিয়েছে কলকাতা পুলিশ | ধৃতকে জিজ্ঞাসা করে বিষ্ফোরণের ঘটনার তথ্য পাওয়ার পাশে পশ্চিমবঙ্গের কোথায় কোথায় সীমান্তপার বাংলাদেশী জঙ্গী সংগঠন জে এম বির গোপন আস্তানা রয়েছে তা জানার চেষ্টা চালান হবে | জানা গেছে যে গত কয়েকবছরে পশ্চিমবঙ্গের ভারত বাংলাদেশ সীমান্ত পেরিয়ে এদেশে সক্রিয় হওয়ার চেষ্টা চালাচ্ছে জে এম বি | বর্ধমান বিষ্ফোরণ কাণ্ডের পর গোয়েন্দারা জে এম বির অস্তিত্ব নিয়ে নিশ্চিত হন | এর আগেই বুদ্ধগয়া বিষ্ফোরণ কাণ্ডে জরিত সন্দেহে বাংলাদেশ লাগোয়া স্পর্শকাতর মুর্শিদাবাদ জেলার শামসেরগঞ্জ থেকেই শিস মহম্মদ নামে এক জে এম বি জঙ্গীকে গ্রেপ্তার করা হয় .প্রসঙ্গত উল্লেখ্য যে তিব্বতী ধর্মগুরু দলাই লামার বুদ্ধগয়ার অনুষ্ঠানের আগেই বিষ্ফোরণের ঘটনায় এরা জড়িত বলে কলকাতা পুলিশের এস টি এফ অনেকটাই নিশ্চিত | 

        এর আগে ধুলিয়ান থেকেই জে এম বির দুই সদস্য পয়গম্বর শেখ , জমিরুল শেখকে গ্রেপ্তার করা হয় | তাদের জিজ্ঞাসাবাদের পরেই শিস মহম্মদ ও নূর আলমকে কলকাতা পুলিশের এস টি এফ শাখা গ্রেপ্তারে সাফল্য পান | পশ্চিমবঙ্গে কোন জঙ্গী সংগঠনকে বরদাস্ত করা হবে না তার নির্দেশ আগেই দিয়েছিলেন পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় | তারপর থেকে রাজ্যে একদিকে জঙ্গির খোঁজ , অন্যদিকে রাজ্যে বেআইনি অস্ত্র কারখানা থেকে অস্ত্র উদ্ধার ও বিষ্ফোরক উদ্ধারের লাগাতার অভিযান চালিয়ে যাচ্ছে কলকাতা ও পশ্চিমবঙ্গ পুলিশ |
Share on Google Plus Share on Whatsapp



0 comments:

Post a Comment