নবীন পট্টনায়ক কে লক্ষ্য করে জুতো ছোড়া হলো !!!



NNS  : বিজু জনতা দলের সুপ্রিমো  তথা উড়িষ্যার মুখ্যমন্ত্রী নবীন পট্টনায়ক কে লক্ষ্য করে গতকাল এক নির্বাচনী সভায় জুতো ছুঁড়ে মারা হয়। যদিও মুখ্যমন্ত্রীর গায়ে তা লাগেনি,  তা লাগে তার  এক নিরাপত্তা রক্ষীর গায়ে । 
     এই ঘটনায়   লিপ্ত ব্যক্তিকে পুলিশ গ্রেপ্তার করেছে। বিজু জনতা দলের পক্ষ থেকে কড়া ভাষায় এই ঘটনার নিন্দা করে বলা হয়েছে যে, রাষ্ট্রীয় জীবনে হিংসা বা অসভ্যতার কোন স্থান হতে পারে না। একাধিক বিরোধীদল নবীন পট্টনায়ক কে    জুতো ছুঁড়ে মারার ঘটনার তীব্র নিন্দা করেছে।
Share on Google Plus Share on Whatsapp



0 comments:

Post a Comment