জামিনে মুক্ত হলেন হিন্দু সংহতি নেতা !!!



মৃত্যুঞ্জয় সরদার :হিন্দুত্ববাদী সংগঠন হিন্দু সংহতীর প্রধান উপদেষ্টা তপন ঘোষকে আদালত জামিন দিয়েছে। একই সঙ্গে সংগঠনের আরো তিনজন ব্যক্তিকে জামিন দেওয়া হয়েছে। চলতি মাসের ১৪ তারিখে তপন ঘোষ সহ মোট চারজনকে গ্রেপ্তার করে কলকাতা পুলিশ। কলকাতায় হিন্দু সংহতির সমাবেশে বেআইনি ভাবে ধর্মান্তর করা,সাম্প্রদায়িক  উত্তেজনা ছড়ানো ও সাংবাদিকদের ওপর আক্রমণের ঘটনাতেই অতি তৎপর হয়ে কলকাতা পুলিশ তপন ঘোষ সহ চারজনকে গ্রেপ্তার করে ভারতীয় দন্ডবিধির ৩০৭,৩২৬,৪২৭ ও ৩৪ ধারায় মামলা দায়ের করেছিল।
     গতকাল কলকাতার আদালত হিন্দু সংহতির প্রধান উপদেষ্টা তপন ঘোষ সহ চারজনকে জামিন দিয়েছেন। এই মামলা চলাকালীন কলকাতার আদালত ঘিরে রাখে কলকাতা পুলিশের বিশাল বাহিনী। যদিও হিন্দু সংহতির সমর্থকরা বিক্ষোভ না দেখানোয়  কোন অপ্রীতিকর পরিস্থিতি তৈরি হয়নি।
Share on Google Plus Share on Whatsapp



0 comments:

Post a Comment