Indiapost24 Web Desk : অনগ্রসর শ্রেণি কল্যাণ দপ্তর সবুজ সাথী প্রকল্পের জন্য আরও 10 লক্ষ সাইকেলের টেন্ডার প্রক্রিয়া শুরু করতে চলেছে। এই সাইকেল রাজ্য সরকার পরিচালিত, অনুদানপ্রাপ্ত ও স্পন্সর্ড স্কুলগুলির নবম শ্রেণীর পড়ুয়াদের বিলি করা হবে।
এখনো পর্যন্ত এই প্রকল্পের অধীনে 60 লক্ষ সাইকেল বিলি করা হয়েছে, যা দেশে সর্বাধিক। যে সাইকেল পড়ুয়াদের দেওয়া হয়, সেগুলির প্রথম এক বছরের রক্ষণাবেক্ষণের দায়িত্ব সরকারের।
2015 সালের বাজেট বক্তৃতায় রাজ্যের অর্থমন্ত্রী সবুজ সাথী প্রকল্পের কথা ঘোষণা করেন। 2015 সালের 29 শে অক্টোবর মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় স্বয়ং এই প্রকল্পের শুভ সূচনা করেন পশ্চিম মেদিনীপুরের গোপীবল্লভপুর 2 ব্লক এ।
উল্লেখ্য, তফসিলি জাতি ও উপজাতির তিন হাজার বেকার মানুষকে সাইকেল সারানোর প্রশিক্ষণ দিয়েছে অনগ্রসর শ্রেণি কল্যাণ দপ্তর, তাদের স্বনির্ভর করার লক্ষ্যে।
0 comments:
Post a Comment