কলকাতায় গ্রেফতার 30 বিজেপি নেতা-কর্মী !!!


Indiapost24 Web Desk :  গতকাল দক্ষিণ কলকাতার কেওড়াতলা শ্মশানের  পার্কে জনসংঘের প্রতিষ্ঠাতা ভারত কেশরী শ্যামাপ্রসাদ মুখোপাধ্যায়ের মূর্তিতে কালি লাগিয়ে ভাঙার চেষ্টা চালায় সাতজন মাওবাদী। তাদের গ্রেপ্তার করার পাশে প্রশাসন শ্যামাপ্রসাদের মূর্তি পরিষ্কার করার কাজ শুরু করেছেন।
এদিকে দুধ ঢেলে শ্যামাপ্রসাদের মূর্তির শুদ্ধিকরণের কর্মসূচি বাস্তবায়িত করতে আসা বিজেপি নেতা ও কর্মীদের রাসবিহারী মোড়ে পুলিশ আটক করে। জানা গেছে 30 জন বিজেপির নেতা ও কর্মীকে পুলিশ গ্রেপ্তার করে। 

কেওড়াতলা শ্মশান এলাকা ঘিরে রাখেন পুলিশ প্রশাসন ও তৃণমূল সমর্থকরা। ত্রিপুরা লেলিন মূর্তি ভাঙার পাল্টা হিসেবে গতকাল অতি বামপন্থীরা শ্যামাপ্রসাদের মূর্তিতে হামলা চালালে পশ্চিমবঙ্গের দলমত নির্বিশেষে মানুষ এই ঘটনার প্রতিবাদে মুখর হয়েছিলেন। 
Share on Google Plus Share on Whatsapp



0 comments:

Post a Comment