সাতটি মেডিকেল কলেজে 700টি ডাক্তারির আসন বাড়াবে রাজ্য !!!


Indiapost24 Web Desk : সাতটি নতুন মেডিকেল কলেজ তৈরি করে আরও 700 টি  ডাক্তারির আসন বাড়াবে রাজ্য সরকার। স্বাস্থ্য ও পরিবার কল্যাণ দফতরের মন্ত্রী বিধানসভায় বাজেট পেশ করে একথা জানান। এর মধ্যে পাঁচটি মেডিকেল কলেজ নির্মাণের কাজ জোরকদমে চলছে ও বাকি দুটি নির্মাণ খুব শীঘ্রই শুরু হবে।
যে পাঁচটি মেডিকেল কলেজ নির্মাণ হচ্ছে, সেগুলি হল, কোচবিহার, রামপুরহাট, রায়গঞ্জ, ডায়মন্ড হারবার  ও পুরুলিয়াতে। এটি তৈরি হবে জলপাইগুড়ি ও আরামবাগে। 2011 সাল থেকে এই পর্যন্ত রাজ্য মেডিকেল কলেজের সংখ্যা বেড়ে হয়েছে 14 টি। মন্ত্রী আরো বলেন, প্রস্তাবিত 42 টি সুপার স্পেশালিটি হাসপাতালে মধ্যে 39 টি ইতিমধ্যেই কাজ করছে। এই হাসপাতালগুলি গ্রাম অঞ্চলে চিকিৎসার অন্য মাত্রা যোগ করেছে। 

প্রসঙ্গত, গত ছয় বছরে 17925  জন ডাক্তার নিয়োগ করা হয়েছে। মন্ত্রী বিধানসভায় আরো বলেন, এই দপ্তরের  পরিকল্পিত ব্যয় 2018- 19 সালে বাড়িয়ে 8773.52 কোটি টাকা করা হয়েছে। যা 2017- 18 সালের ছিল 7603.82 কোটি টাকা। ওষুধের ও চিকিৎসার যন্ত্রপাতি বাজেট 2017- 18 সালে ছিল 857.83 কোটি টাকা যা 2010-11 সালে ছিল 179 কোটি।
Share on Google Plus Share on Whatsapp



0 comments:

Post a Comment