Indiapost24 Web Desk : রাজ্যের আরও 97 টি প্রাথমিক স্বাস্থ্যকেন্দ্রে চালু হচ্ছে প্রসবের সুবিধা। স্বাস্থ্য দপ্তরসূত্রে এ খবর জানা গিয়েছে। প্রসঙ্গত, রাজ্যে বর্তমানে 915 টি প্রাথমিক স্বাস্থ্যকেন্দ্র বা পিএইচসি আছে। তারমধ্যে 128 টিতে প্রসবের সুবিধা রয়েছে।
97 টি স্বাস্থ্যকেন্দ্রে প্রসাবের সুবিধা চালু করতে প্রয়োজনীয় নার্সিং কর্মীদের ইতিমধ্যেই নিয়োগপত্র পাঠিয়ে দেওয়া হয়েছে। এই সিদ্ধান্তে সবসুদ্ধ ডেলিভারি পয়েন্ট বা প্রসবের সুবিধা থাকা প্রাথমিক স্বাস্থ্য কেন্দ্রের সংখ্যা বেড়ে হবে 225।
রাজ্য স্বাস্থ্য দপ্তরের এক পদস্থ কর্তা বলেন, এজন্য স্বাস্থ্য কেন্দ্র গুলিতে প্রয়োজনীয় সংখ্যক নার্স পাঠানো হচ্ছে। কমপক্ষে একজন করে চিকিৎসক তো আছেনই। সংখ্যাটি আরো বাড়ানো হবে।
0 comments:
Post a Comment