হাসিনের অভিযোগ নিয়ে তদন্তে ক্রিকেট বোর্ড !!!


NNS New Delhi : দুবাইয়ে থাকার সময় সামি  এক মহিলার কাছ থেকে টাকা নিয়েছিলেন বলে সাংবাদিক বৈঠকে সামির সঙ্গে তার অডিও কথাবার্তার ক্লিপ প্রকাশ করে চাঞ্চল্য ছড়াল সামির  স্ত্রী হাসিন  জাহান। এখন এই ব্যাপার নিয়ে ভারতীয় ক্রিকেট কন্ট্রোল বোর্ড তদন্তে নেমেছে।
এ ব্যাপারে বিনোদ রায় বোর্ডের দুর্নীতি দমন শাখা কে চিঠি দিয়ে এক সপ্তাহের মধ্যে রিপোর্ট জমা দেওয়ার নির্দেশ দিয়েছেন।
Share on Google Plus Share on Whatsapp



0 comments:

Post a Comment