শুভশ্রীর বিয়ে নিয়ে কি বললো অভিনেতা দেব ?

টলিউডের এক সময়ের জনপ্রিয় জুটি দেব ও শুভশ্রী,একটা সময় চুটিয়ে প্রেম করেছেন তারা। তাদের অনস্ক্রিন রয়াসনও মুগগ্ধ করেছে অনেক দর্শকদের  । অন্যদিকে নিজেরাও বাস্তব জীবনে ছিলেন প্রেমিক জুটি। তবে সেই সম্পর্ক অনেক আগেই ভেঙে গেছে।

একটা সময় সমসাময়িক অন্য নায়িকাদের সঙ্গে ছবি করলেও সাবেক প্রেমিকার সঙ্গে কাজ করতে চাননি জনপ্রিয় এই নায়ক। নায়িকাও টালিউড ছেড়ে দক্ষিণী ছবিতে কাজ করতে আগ্রহী হয়ে ওঠেন। 

অবশেষে শুভশ্রী কাজে ফিরলেন। প্রেম করলেন টালিউডের জনপ্রিয় এক পরিচালক রাজ চক্রবর্তীর সঙ্গে। আর সেই প্রেম সফল করে বিয়েও করেছেন মঙ্গলবার রাতে। 


আগামী  ১১ই  মার্চ জাঁকজমকপূর্ণ বিয়ের অনুষ্ঠান করবেন রাজ-শুভশ্রী। এদিকে সাবেক প্রেমিকা ও বন্ধুকে উদ্দেশ্য করে টুইটারে শুভেচ্ছা বার্তা পাঠিয়েছেন দেব।তিনি লিখেছেন, ‘চকোলেট বাবু (রাজ চক্রবর্তী), তোমাকে অভিনন্দন। তোমাদের দু’জনকেই অনেক শুভেচ্ছা। তোমাদের জন্য আমি ভীষণ খুশি।’

অন্যদিকে পরিচালক রাজ চক্রবর্তীর প্রাত্তন  প্রেমিকা জনপ্রিয় নায়িকা মিমি চক্রবর্তীও টুইটারে তাদের নতুন জীবনের জন্য শুভেচ্ছা জানিয়েছেন।
Share on Google Plus Share on Whatsapp



0 comments:

Post a Comment