সোমেনের খোঁজ নিলেন প্রণব মুখোপাধ্যায় !!


NNS : কিডনি সহ একাধিক জটিল সংক্রমণে অসুস্থ পশ্চিমবঙ্গের প্রধান কংগ্রেস নেতা সোমেন মিত্র এখন অসুস্থ অবস্থায় নয়া দিল্লির এমসে চিকিৎসাধীন | প্ৰাক্তন রাষ্ট্রপতি প্রণব মুখোপাধ্যায় সোমেন মিত্রের শারিরীক অবস্থার খোঁজ নেন |

 বিজেপি নেতা মুকুল রায় এমসে গিয়ে চিকিৎসাধীন সোমেন মিত্রের সঙ্গে দেখা করেছেন | চিকিৎসকরা জানিয়েছেন যে জটিল রোগে আক্ৰান্ত সোমেন মিত্রের চিকিৎসা চলছে | তিঁনি চিকিৎসায় সাড়া দিয়েছেন | এখন তিঁনি স্থিতিশীল |
Share on Google Plus Share on Whatsapp



0 comments:

Post a Comment