আরএসএসের নেতৃতে কমিউনিস্ট সরকারের পতন , বিজেপি সরকারের জয় যাত্রা শুরু ও কংগ্ৰেসের দুমড়ে শেষ হয়ে যাবার পর হতাশ পশ্চিমবঙ্গ প্রদেশ কংগ্ৰেসের বহু শীর্ষ নেতা পশ্চিমবঙ্গে তৃনমূল কংগ্রেস ও বিজেপির মেরুকরণের মধ্যে এই রাজ্যেও কংগ্রেস অস্তিত্ব সংকটে পরতে চলেছে বলে আশঙ্কা ব্যাক্ত করেছেন |
আব্দুল মান্নান , অধীর চৌধুরীরা মনে করেন যে , জাতীয় রাজনীতির বাধ্য বাধ্যবাধকতায় কংগ্রেস হাই কম্যান্ড যে ভাবে তৃণমূল সম্পর্কে নরম মনোভাব নিয়ে চলেছেন , তাকে পুরোপুরি কাজে লাগিয়ে কংগ্ৰেসের বিধায়ক , জনপ্রতিনিধি , দলীয় নেতাদের দলত্যাগ ঘটিয়ে তৃনমূল কংগ্রেসে সামিল করা হয়েছে | এব্যাপারে প্রদেশ কংগ্রেস হাই কম্যান্ড , নরম মনোভাব নিয়ে চললে অচিরে পশ্চিমবঙ্গে কংগ্রেসের হাল ত্রিপুরা প্রদেশ কংগ্ৰেসের মত হয়ে উঠবে বলে তাঁদের আশঙ্কা |
0 comments:
Post a Comment