Indiapost24 Web Desk : রাজ্যে পথ দূর্ঘটনা আরও কমাতে উদ্যোগ নিল রাজ্য ট্রাফিক পুলিশ | তাঁদের এই নতুন কর্মসূচীর নাম '৪০ শে ৪০ ' | এই উদ্যোগটি ' সেফ ড্রাইভ সেভ লাইফ ' কর্মসূচীর একটি অঙ্গ | রাজ্যের ৪০০ টি থানার মধ্য থেকে ৪০ টি থানাকে বাছাই করে শুরু হবে '৪০ শে ৪০ ' কর্মসূচী | যে থানাগুলির অধীনে পথ দূর্ঘটনার হার সবথেকে বেশী সেগুলিকে প্ৰাধান্য দেওয়া হবে |
২০১৮ সালের মধ্যে ৪০ শতাংশ দূর্ঘটনা কমানোর লক্ষ্যমাত্র স্থির করা হয়েছে | এই ৪০ টি থানার ক্ষেত্রে দূর্ঘটনা প্রবন কেন্দ্র ( ব্ল্যাক স্পট ) খুঁজে বার করা হবে | ইতিমধ্যেই ৫৯ টি ব্ল্যাক স্পট চিহ্নিত করা হয়েছে এবং আরও ব্ল্যাক স্পট খুঁজে বের করতে একটি সমীক্ষা চালানো হচ্ছে | পথ দূর্ঘটনা কমাতে ইতিমধ্যেই সফল হয়েছে ' সেফ ড্রাইভ সেভ লাইফ ' কর্মসূচী | রাজ্যে দূর্ঘটনার হার কমেছে লক্ষ্যনীয় ভাবে |
২০১৫ তে যে সংখ্যা ছিল ১৩ ,২০৮ তা ২০১৭ তে কমে হয়েছে ১১ , ৬৭০ | সুপ্রিম কোর্ট পথ নিরাপত্তা কমিটিও রাজ্যের এই উদ্যোগের প্রশংসা করেছে যে কর্মসূচী বাস্তবায়ণে নেওয়া হয়েছে অনেক পদক্ষেপ | যেমন স্পিড ব্রেকার নির্মাণ , রাস্তায় যথেষ্ট পরিমাণে আলোর ব্যাবস্থা , মানুষকে সচেতন করে তোলা এবং ট্রাফিক আইন প্রয়োগ করা |
0 comments:
Post a Comment