তৃনমূল সমর্থকের মুণ্ডুহীন দেহ উদ্ধার !!!


Indiapost24 Web Desk :বাংলাদেশ সীমান্ত জেলা মুর্শিদাবাদের বেলডাঙায় পঞ্চায়েত নির্বাচনের আগে খুন করা হল এক তৃনমূল সমর্থককে | উদ্ধার করা হয়েছে তৃনমূল সমর্থকের মুণ্ডুহীণ দেহ | বাড়ী ফেরার পথে তৃনমূল সমর্থক ফজলুর রহমানকে তুলে নিয়ে যাওয়া হয় |

 পরে পাশের মাঠ থেকে উদ্ধার হয় মুণ্ডুহীণ মৃতদেহ | তৃণমূলের অভিযোগ কংগ্ৰেসের বিরুদ্ধে | অন্যদিকে কংগ্ৰেসের পাল্টা অভিযোগ গোষ্ঠীদ্বন্দের বলি ফজলুর | এদিকে পুলিশের দাবি যে ফজলুর রহমানের বিরুদ্ধে একাধিক খুন ও অন্য অপরাধের অভিযোগ ছিল |
Share on Google Plus Share on Whatsapp



0 comments:

Post a Comment