বুদ্ধগয়ায় জঙ্গি হামলার ছক বানচাল !!!


NNS : বুদ্ধগয়ায় নতুন করে জঙ্গি হামলার ছক বানচাল করে দিতে সক্ষম হল মহারাষ্ট্র পুলিশের সন্ত্রাস-বিরোধী শাখা। মহারাষ্ট্র পুনা শহর থেকে 5 জন জঙ্গিকে গ্রেফতার করেছে মহারাষ্ট্র পুলিশের এটি এস। 

 সূত্রের খবর যে, বুদ্ধগয়ায় বোমা বিস্ফোরণ ও আত্মঘাতী হামলা চালানোর পরিকল্পনা করেছিল জঙ্গিরা। ধৃত জঙ্গিদের কাছ থেকে অস্ত্র ও বিস্ফোরক উদ্ধার করা হয়েছে। একই সঙ্গে উদ্ধার করা হয়েছে বহু জেহাদী বইপত্রও। ধৃতদের জিজ্ঞাসাবাদ চালাচ্ছেন এটিএসের গোয়েন্দা আধিকারিকরা। আশংকা করা হচ্ছে যে, এই জঙ্গিরা বাংলাদেশ থেকে সীমান্ত পেরিয়ে ভারতে অনুপ্রবেশ করতে পারে।
Share on Google Plus Share on Whatsapp



0 comments:

Post a Comment